ETV Bharat / state

Royal Bengal Tiger in Sundarbans : সুন্দরবনে পর্যটকদের দেখা দিল রয়্যাল বেঙ্গল টাইগার

author img

By

Published : Dec 19, 2021, 1:07 PM IST

সুন্দরবন পর্যটনের অন্যতম আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার ৷ তার দেখা পেতে প্রতি বছর দেশ বিদেশ থেকে পর্যটকেরা ভিড় জমায় সেখানে ৷ (Tourists see Royal Bengal Tiger in Sundarbans)

Royal Bengal Tiger in Sundarbans
নদী পেরিয়ে ডাঙায় উঠছে সুন্দরবনের বাঘ

সুন্দরবন, 19 ডিসেম্বর : ভ্রমণপিপাসু পর্যটকদের মনের ইচ্ছা মিটল । কলকাতা থেকে আসা সাতজনের একটি পর্যটক দলকে দেখতে নৌকার সামনে হাজির হল স্বয়ং দক্ষিণ রায় । আর এতেই উত্তেজনায় আপ্লুত গোটা দলটি । এবছর শীতের শুরুতেই দু'বার পর্যটক মহলের মনের ইচ্ছা পূরণ করল জঙ্গলের রাজা (Tourists see Royal Bengal Tiger in Sundarbans) ।

প্রতি বছর সুন্দরবনের বাঘ কুমির দেখার টানে হাজার হাজার টাকা খরচ করে দেশ বিদেশের বহু পর্যটক হাজির হয় সুন্দরবনের বিভিন্ন এলাকায় । কোভিডের কারণে প্রায় দু'বছর পর আবার ছন্দে ফিরেছে সুন্দরবন । তাই ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছে হাজার হাজার পর্যটক । গত এক মাস আগে জয়নগর থেকে আগত এক পর্যটক একসঙ্গে দেখতে পেয়েছিল বাঘ, কুমির ও হরিণ । যা সুন্দরবনে ঘুরতে আসা মানুষজনের কাছে এক বিরল দৃশ্য ।

সুন্দরবনে নদী পেরোবার সময় দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের

আরও পড়ুন : Tiger Attack : ফের সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর

আর তার কিছুদিন কাটতে না কাটতেই ফের চোখের সামনে বাঘকে দেখতে পাওয়ার ঘটনায় রীতিমতো খুশির হাওয়া ছড়িয়েছে পর্যটক থেকে সুন্দরবনের পর্যটন ব্যবসায়ীদের মধ্যেও । শনিবার কলকাতা থেকে একটি সাতজনের দল সুন্দরবনে বেড়াতে আসে । বিকেলে নৌকা করে নদীতে ঘোরার সময় হঠাৎ তাদের নৌকার সামনে দেখা যায় একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারকে ৷ নদী পারাপারের জন্য বাঘটিকে নদীতে সাঁতার কাটতে দেখে পর্যটকেরা । নৌকা এগিয়ে এলে আরও চিৎকার চেঁচামেচিতে দ্রুত পিরখালির জঙ্গলে গা ঢাক দেয় দক্ষিণ রায় । আর স্বচক্ষে এই দৃশ্য দেখে উত্তেজিত সকলে । এই খবর চাউর হতেই রীতিমতো খুশির হওয়া বইছে গোটা সুন্দরবনে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.