ETV Bharat / state

ত্রাণবিলিকে কেন্দ্র করে সাতগাছিয়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

author img

By

Published : Jul 19, 2021, 5:35 PM IST

ত্রাণবিলিকে কেন্দ্র করে সাতগাছিয়ার পঞ্চানন গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ করেছেন পঞ্চাননের তৃণমূল নেতৃত্ব ৷

TMCs Open Inner Clash in satgachhia on Yaas Relief in South 24 Pargana
ত্রাণবিলিকে কেন্দ্র করে সাতগাছিয়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

সাতগাছিয়া (দক্ষিণ 24 পরগনা), 19 জুলাই : ঘূর্ণিঝড় যশের ত্রাণবিলিকে কেন্দ্র করে সাতগাছিয়া বিধানসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ করেছে পঞ্চানন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ৷ তাঁদের অভিযোগ, সামিমা শেখ ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্তদের জন্য যে ত্রাণ এসেছিল, তা তিনি পঞ্চানন গ্রাম পঞ্চায়েত এলাকার বুথ সভাপতি শ্যামল মণ্ডলের বাড়িতে মজুত করে রেখেছিলেন ৷ সেই অভিযোগকে মিথ্যা প্রমাণ করতে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ নিজে পঞ্চানন গ্রাম পঞ্চায়েত এলাকায় ত্রাণবিলি করলেন ৷

প্রসঙ্গত, পঞ্চানন গ্রাম পঞ্চায়েতের গোতলাহাট, সুলতানপুর, ঘোড়াহাটা এলাকায় ত্রাণ চুরি এবং স্বজনপোষণের অভিযোগে জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখের বিরুদ্ধে পোস্টার পড়ে ৷ 2021 বিধানসভা নির্বাচনে পঞ্চানন গ্রাম পঞ্চায়েত এলাকার বুথ সভাপতি শ্যামল মণ্ডল বিজেপি প্রার্থীকে সমর্থন করেছিলেন ৷ অভিযোগ সেই শ্য়ামল মণ্ডলের সঙ্গে মিলে ঘূর্ণিঝড় যশের জন্য আসা ত্রাণ সরিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি ৷

তবে, সেই অভিযোগ অস্বীকার করেছেন সামিমা শেখ ৷ তাই নিজেকে নির্দোষ প্রমাণিত করতে আজ গোতলাহাটের স্কুলের মাঠে ত্রাণ সামগ্রী বিলি করেন তিনি ৷ প্রায় সাড়ে ছ’শো মানুষকে সেই ত্রাণ দেওয়া হয় ৷ পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, পঞ্চানন গ্রাম পঞ্চায়েত এলাকায় কিছু অসাধু লোকজন সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে ৷ অসাধু লোক বলতে তিনি পঞ্চানন গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বলে মনে করা হচ্ছে ৷

পাল্টা পঞ্চানন গ্রাম পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরির অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, পঞ্চানন গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনও গোষ্ঠীদ্বন্দ্ব এতদিন ছিল না ৷ কিন্তু, বিধানসভা ভোটে যাঁরা বিজেপির হয়ে কাজ করেছিলেন, তাঁদের সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ হাত মিলিয়েছেন ৷ এ নিয়ে বিজেপির ডায়মন্ডহারবারের জেলা সহ-সভাপতি সুফল ঘাঁটু বলেন, ‘‘ঘূর্ণিঝড় যশে পঞ্চানন এলাকায় কোনও ক্ষতি হয়নি । তা সত্ত্বেও ত্রাণ বণ্টন হচ্ছে । এটা হাস্যকর ব্যাপার ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.