ETV Bharat / state

Post Poll Violence: বাসন্তীতে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী, বাজারের মধ্যেই দুষ্কৃতীদের হামলা

author img

By

Published : Jul 15, 2023, 11:46 AM IST

Updated : Jul 15, 2023, 11:51 AM IST

Etv Bharat
প্রতীকী ছবি

শাসকদলের কর্মীকে লক্ষ্য করে গুলি দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে ৷ গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বাসন্তীতে ফের চলল গুলি

বাসন্তী, 15 জুলাই: বাসন্তীতে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী । শুক্রবার রাতে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে দুষ্কৃতীদের গুলিতে আহত হন এক তৃণমূল কর্মী ৷ গুরুতর জখম অবস্থায় কলকাতা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন শামিম সর্দার নামে ওই ব্যক্তি ৷ কাঠগোড়ায় বামফ্রন্টের শরিক দল আরএসপি ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে বাজার করে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী শামিম সর্দার ৷ সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর বন্দুক নিয়ে চড়াও হয় ৷ তাঁকে বাজারের মধ্যেই গুলি করা হয় ৷ হাতে গুরুতর চোট পেয়েছন শামিম । আহত তৃণমূল কর্মী শামিমের বাবাও সক্রিয় তৃণমূল কর্মী ৷ বাবাকে না পেয়েই ছেলের উপর হামলা চালায় দুষ্কৃতীরা বলে দাবি শামিমের বাবার । পরিবারের পক্ষ থেকে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে ।

ঘটনা প্রসঙ্গেই এলাকার বিধায়ক শ্যামল মণ্ডল জানান, ভোটের আগে থেকেই আরএসপি’র দুষ্কৃতীরা এলাকায় তাণ্ডব চালাচ্ছে । সাধারণ মানুষ তৃণমূলকেই সমর্থন করেছে । ভোটে তৃণমূল জিতে যাওয়ায় তারা ক্ষোভে ফুঁসছিল । আর সেই ক্ষোভ থেকেই স্থানীয় তৃণমূল নেতার ছেলেকে বাড়ি ফেরার পথে গুলি চালায় আরএসপির দুষ্কৃতীরা ।

আরও পড়ুন: ক্যানিংয়ে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে

নির্বাচনের পর থেকেই দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে ৷ ইতিমধ্যেই ভাঙড়ে তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷ শুক্রবারই ক্যানিংয়ে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয় । একই দিনে বাসন্তীতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি । গতকাল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে তাঁর নিজের এলাকাতেই ঢুকতে দেয়নি পুলিশ । সবমিলিয়ে, পঞ্চায়েত ভোট শুরুর দিন থেকে ভাঙড়, ক্যানিং, বাসন্তী সহ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা উত্তপ্ত । ভোট মিটলেও শেষ হচ্ছে রাজনৈতিক হিংসা ।

Last Updated :Jul 15, 2023, 11:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.