ETV Bharat / state

Agnimitra Paul: ট্রেন দুর্ঘটনায় মৃৃতদের পরিবারদের সঙ্গে দেখা করতে অগ্নিমিত্রাকে বাধা তৃণমূলের, বচসা পুলিশের সঙ্গেও

author img

By

Published : Jun 4, 2023, 5:29 PM IST

ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের তিন বাসিন্দার মৃত্যু হয়েছে ৷ রবিবার তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তৃণমূলের বাধার মুখে পড়েন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷

ETV Bharat
অগ্নিমিত্রাকে বাধা

কাকদ্বীপে বাধার মুখে অগ্নিমিত্রা পল

কাকদ্বীপ, 4 জুন: শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 275 জনের ৷ মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে । ভয়াবহ এই দুর্ঘটনায় ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার 19 জনের মৃত্যুর খবর মিলেছে ৷ আহতদের মধ্যে কমপক্ষে 105 জন এই জেলার ৷ এখনও খোঁজ মেলেনি জেলার বিভিন্ন প্রান্তের 41 জনের ৷ এই অবস্থাতেও শুরু হয়েছে রাজনীতি ৷ মৃতদের পরিবারবর্গের সঙ্গে দেখা করতে গিয়ে রবিবার কাকদ্বীপে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে ৷

ওড়িশায় এই দুর্ঘটনার বলি হয়েছে কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের তিন বাসিন্দার ৷ রবিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে কাকদ্বীপে যান অগ্নিমিত্রা পল । এদিন কাকদ্বীপের মধুসূদন গ্রাম পঞ্চায়েতের 64 বাড়ি এলাকায় বিজেপির মিরাজ শেখের বাড়িতে দেখা করতে যাওয়ার সময় অগ্নিমিত্রার গাড়ি আটকে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা ৷

এদিন প্রথমে দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভ চলে এরপর প্রথম দফার বাধা অতিক্রম করে গ্রামে ঢুকতেই আবার দ্বিতীয় দফায় পথ অবরোধের মুখে পড়তে হয় আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে ৷ রাস্তার মাঝখানে গাছের গুড়ি রেখে "গো ব্যাক" স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা । এরপর ঘটনাস্থলে কাকদ্বীপ থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছায় । বিজেপি নেত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ বাক-বিতণ্ডা হয় পুলিশের ।

পরে অবশ্য এই ট্রেন দুর্ঘটনায় মৃত বুদ্ধদেব বাগের বাড়িতে পৌঁছন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা । পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি । দেন পাশের থাকার আশ্বাসও ৷ অগ্নিমিত্রা পল বলেন, "আমরা মৃতদেহ নিয়ে রাজনীতি করতে আসিনি । আমরা মানুষের পাশে দাঁড়াতে এসেছি ।" এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দায় নিয়ে দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: অ্যান্টি কলিশন ডিভাইস নিয়ে মমতার প্রশ্নে কটাক্ষ বিজেপির, পালটা দিলেন শান্তনুও

এই প্রসঙ্গে বিজেপি অগ্নিমিত্রা পল বলেন,"রাজ্যের মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছিল ৷ এছাড়াও তার ঠিক দু'মাস পরে সাঁইথিয়াতে ট্রেন দুর্ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল ৷ সেই সময় রেলমন্ত্রী পদত্যাগ কিন্তু করেনি । এছাড়াও রাজ্যের একের পর এক বোমা বিস্ফোরণে বহু মানুষ মারা গিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী পদত্যাগ করেছেন কী ! কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এই দুর্ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে এই দুর্ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হবে । কিন্তু রাজ্যে যে একের পর এক ঘটনা ঘটেছে তাতে কজন শাস্তি পেয়েছে । আগে নিজের পরিবারকে জিজ্ঞাসা করুন তারপর অন্যকে বলতে যাবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.