ETV Bharat / state

Trinamool Congress: প্রার্থী নিয়ে ক্ষোভের জেরে পঞ্চায়েতের প্রচার থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

author img

By

Published : Jun 23, 2023, 7:14 PM IST

দক্ষিণ 24 পরগনার মগরাহাটের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ৷ তৃণমূল কংগ্রেসের এই নেতা সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রীও ছিলেন ৷ এবার তিনি পঞ্চায়েতে দলের প্রার্থী বাছাই নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ প্রচার থেকে সরে দাঁড়ানোর কথাও বলেছেন ৷

TMC MLA Giasuddin Molla
TMC MLA Giasuddin Molla

মগরাহাটের বিধায়ক তৃণমূলের গিয়াসউদ্দিন মোল্লার বক্তব্য

উস্থি (দক্ষিণ 24 পরগনা), 23 জুন: পঞ্চায়েত ভোটের টিকিট বণ্টন নিয়ে আরও এক তৃণমূল বিধায়কের ক্ষোভ প্রকাশ্যে এল ৷ এর আগে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী পঞ্চায়েত ভোটের টিকিট বণ্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ৷ এবার সেই তালিকায় যুক্ত হল গিয়াসউদ্দিন মোল্লার নাম ৷

দক্ষিণ 24 পরগনার মগরাহাটের বিধায়ক তৃণমূলের গিয়াসউদ্দিন মোল্লা এতটাই ক্ষুব্ধ যে তিনি এবার পঞ্চায়েতের প্রচার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ৷ জানিয়েছেন, যাঁরা প্রার্থী হয়েছেন এবার, তাঁদের সঙ্গে কাজ করা সম্ভব নয় ।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির অভিযোগ উঠেছে ৷ সেই সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচন ঘিরে যে শাসক দলের অন্তর্কলহও বাড়ছে, তা সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার কথাতেই স্পষ্ট ৷

তাঁর কথায়, “আমি 49 হাজার ভোটে জিতেছি । কিন্তু এবার প্রার্থী হয়েছে 50-50 । আমার প্রার্থী 50 শতাংশ । বাকি অন্যদের ।” গিয়াসউদ্দিন সাফ জানিয়েছেন, এই প্রার্থীদের হয়ে তিনি প্রচার করতে পারবেন না । অভিমানের সুরে গিয়াসউদ্দিন বলেন, “আমার উপর হয়তো দল আর ভরসা করতে পারছে না । আমি তালিকা দিয়েছিলাম । পরে দেখলাম সেখান থেকে 50 শতাংশ প্রার্থী । বাকি 50 শতাংশের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ।”

মগরাহাট 1 নম্বরের তৃণমূল সাধারণ সম্পাদক মানবেন্দ্র মণ্ডলকে নিশানা করেছেন তিনি । বিধায়কের দাবি, বাকি 50 শতাংশ প্রার্থী মানবেন্দ্র গোষ্ঠীর । যাঁদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই । যদিও বিধায়কের দাবি মানতে নারাজ মানবেন্দ্র । তাঁর কথায়, “দল যাকে ঠিক মনে করেছে তাঁকে প্রার্থী করেছেন । উনি অবসাদে ভুগছেন ।”

আরও পড়ুন: টিকিট বিক্রি নিয়ে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ, সোশালে দলীয় পদ থেকে ইস্তফা ঘোষণা মনোরঞ্জনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.