ETV Bharat / state

Tiger Caught at Kultali: শেষ বাঘবন্দি খেলা ! ষষ্ঠ দিনে খাঁচাবন্দি কুলতলির দক্ষিণরায়

author img

By

Published : Dec 28, 2021, 10:39 AM IST

Updated : Dec 28, 2021, 12:36 PM IST

tiger-caught-by-forest-department-on-sixth-day-attempt-at-kultali
tiger-caught-by-forest-department-on-sixth-day-attempt-at-kultali

পাঁচ দিন ধরে আতঙ্কে দিনযাপনের পর ষষ্ঠ দিনে ধরা পড়ল কুলতলির (Kultali tiger) বাঘ । ঘুমপাড়ানি গুলিতে কাবু করে সেই বাঘকে খাঁচাবন্দি (tiger caught) করেছে বন দফতর (forest department catches tiger)৷

কুলতলি, 28 ডিসেম্বর: শেষ হল বাঘবন্দি খেলা ৷ ষষ্ঠ দিনে ধরা পড়ল কুলতলির (Kultali tiger) দক্ষিণরায় (tiger caught)। টানা পাঁচদিনের আতঙ্কের পর ঘুমপাড়ানি গুলিতে সেই বাঘকে কাবু করেছে বন দফতর (forest department catches tiger)৷ তাদেরই পাতা ফাঁদে ধরা পড়েছে বাঘটি ৷ আজ বাঘটির শারীরিক পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হবে ঝড়খালিতে ।

পাঁচদিন ধরে হত্যে দিয়ে পড়ে রয়েছেন বন দফতরের আধিকারিকরা ৷ জাল দিয়ে ঘিরে রাখা জঙ্গল ৷ নদীতে টহল দিচ্ছে জলযান ৷ উড়ছে ড্রোন ৷ জঙ্গলে জলকামান ছুড়ে বাঘকে বের করে আনার প্রচেষ্টা চলেছে ৷ ভয় দেখাতে বেজেছে সাইরেন ৷ কিন্তু কিছুতেই বাগে আনা যাচ্ছিল না সেই বাঘকে ৷ কুলতলির ম্যানগ্রোভের জঙ্গলে গত কয়েকদিন ধরে ঘুরে বেরিয়ে ত্রাস সৃষ্টি করে রেখেছিল দক্ষিণরায় ৷

আরও পড়ুন: Tiger in Kultali : একনজর দেখা দিয়েই ধাঁ... দক্ষিণরায়ের খোঁজে ড্রোন ওড়াল বন দফতর

আজ ভোর থেকে ওই এলাকায় বাঘের গর্জনের শব্দে মানুষের ঘুম ভেঙে যায় । সকাল থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিয়ালী নদী থেকে জল নিয়ে জঙ্গলে ছোড়া শুরু করে । এরপরই ডোঙ্গাজোড়ায় জঙ্গলের মধ্যে থেকে বাঘটিকে দেখতে পাওয়া যায় । তখন তাকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়েন বন দফতরের আধিকারিকরা ৷

আরও পড়ুন : Tiger Attack in Kultali: কুলতলিতে বাঘের হামলায় আহত 1

জানা গিয়েছে, একটি গুলি বাঘের ঘাড়ে ও একটি পায়ে লাগে ৷ সেই গুলিই কাবু করে বাঘটিকে ৷ এরপর তাকে খাঁচাবন্দি করেন বনকর্মীরা ৷ অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন উপস্থিত সবাই ৷ বাঘটির শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করবেন পশু চিকিৎসক ৷ সে জন্য সেটি নিয়ে যাওয়া হবে ঝড়খালিতে । বাঘ জালে ধরা পড়ায় আতঙ্ক কেটেছে স্থানীয় মানুষের ৷

খাঁচাবন্দি কুলতলির বাঘ

আরও পড়ুন : Tiger in Locality of Kultali : বাঘের আতঙ্কে বন্ধ হল পিয়ালী নদীর চরের পিকনিক স্পট

25 ডিসেম্বর উপলক্ষে বহু মানুষ পিকনিক করতে গিয়েছিলেন পিয়ালী নদীর চরে ৷ কিন্তু বাঘ আতঙ্কের জেরে ওই এলাকা খালি করার নির্দেশ দেয় প্রশাসন ৷ তার আগের রাতেই কুলতলির 5 নং গরাণকাঠি এলাকায় লোকালয়ে বাঘের গর্জন শোনা যায় ৷ এর পরেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয় (Tiger Panic in Kultali) ৷ রাতেই বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয় ৷ বনকর্মী ও আধিকারিকরা বাঘ ধরার জন্য ফাঁদ পাতেন ৷ তারপর থেকে এতদিনের প্রচেষ্টায় ধরা পড়ল দক্ষিণরায় ৷

Last Updated :Dec 28, 2021, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.