ETV Bharat / state

Cyclone Asani alert: কোটালে ভাঙল সুন্দরবনের নদীবাঁধ, ঘূর্ণিঝড় অশনির সতর্কবার্তা মৎস্যজীবীদের

author img

By

Published : Mar 20, 2022, 5:50 PM IST

ঘূর্ণিঝড় অশনির আতঙ্কে মৎস্যজীবীদের সতর্ক করছে উপকূলরক্ষী বাহিনী ৷ বাসন্তীতে কোটালের জেরে ভাঙন ধরেছে নদীবাঁধে (Sundarban river dam cracked) ৷

Sundarban river dam cracked, fishermen alerted due to Cyclone Asani
কোটালে ভাঙল সুন্দরবনের নদী বাঁধ, ঘূর্ণিঝড় অশনির সতর্কবার্তা মৎস্যজীবীদের

সুন্দরবন, 20 মার্চ: বাংলার আকাশে আবার দুর্যোগের মেঘ । ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani alert)। সোমবার আন্দামান উপকূলে আছড়ে পড়তে পারে চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড় । আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও লাগোয়া দক্ষিণ আন্দামান সাগরের উপরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে সরতে শুরু করেছে । 20 মার্চ রবিবার থেকেই নিম্নচাপ আরও ঘনীভূত হতে থাকবে । আগামিকাল সকালেই তা ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে ।

বর্তমানে আন্দামান সাগরের উপর থেকে উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে নিম্নচাপটি । শক্তি বাড়িয়ে আগামী 22 মার্চ উত্তর মায়ানমার ও বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অংশে তা পৌঁছে যাবে । এর প্রভাবে আজ থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে । ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলার কাজে নেমে পড়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী । দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে উপকূলরক্ষী বাহিনী জাহাজে করে টহল দিচ্ছে । সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের (fishermen alerted due to Cyclone Asani)। আপাতত 3-4 দিন মৎস্যজীবীদের বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে মাছ ধরতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

আরও পড়ুন: Cyclone Asani : ‘অশনি’র আগে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কয়েক জায়গায় বৃষ্টি, ঝোড়ো হাওয়া

অন্যদিকে, আতঙ্কে রয়েছেন সুন্দরবনের নদী তীরবর্তী অঞ্চলের মানুষজন । পূর্ণিমার কোটালের জেরে বাসন্তী স্লুইস গেটের পাশে নদীবাঁধে ভাঙন ধরেছে (Sundarban river dam cracked)। ফলে প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে গোটা গ্রাম ।

মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে

পূর্ণিমার ভরা কোটালে নদীবাঁধ ভেঙেছে সুন্দরবন এলাকায় । শনিবার সন্ধে নাগাদ প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের হাড়ভাঙ্গি এলাকার মানুষ লক্ষ্য করেন, নদীবাঁধে ফাটল দেখা দিয়েছে । যার জেরে গ্রামে নোনাজল ঢুকতে শুরু করেছে বলেও খবর । গ্রামবাসীদের আশঙ্কা, জোয়ারের সময় নদীর নোনা জল ঢুকে প্লাবিত হতে পারে গ্রামের পর গ্রাম । ক্ষতি হবে বাড়িঘর, গবাদি পশু-সহ ধান ও অন্যান্য সবজি চাষ ।

আরও পড়ুন : West Bengal Weather Update : ঘূর্ণিঝড়ে কমবে না দাবদাহ, বঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আলিপুরের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের মাতলা নদীর তীরবর্তী হাড়ভাঙ্গি গ্রামের জল নিকাশির জন্য একটি স্লুইস গেট রয়েছে । গ্রামবাসীদের দাবি সেটি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে । সেই গেটের পাশ থেকে বিশালাকারে ফাটল দেখা দিয়েছে নদীবাঁধে । নদীতে ভাঁটা থাকায় অল্প জল ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই । জোয়ারের সময় নদীতে জলের চাপ বাড়বে । আর তখনই প্লাবিত হয়ে যেতে পারে গোটা গ্রাম । তাতেই ঘুম উড়েছে স্থানীয়দের । আশঙ্কার প্রহর গুনছে এলাকার প্রায় 1700 পরিবার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.