ETV Bharat / state

Cyclone Mocha: যাত্রাপথ ঘুরলেও মোকার মোকাবিলায় তৈরি উপকূলীয় জেলা প্রশাসন

author img

By

Published : May 9, 2023, 9:33 AM IST

Etv Bharat
মোকার প্রস্তুতি

কথায় আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় ৷ ঘূর্ণিঝড় যেন ওদের কাছে ঠিক এরকমই ৷ অভিমুখ বাংলাদেশের দিকে হলেও আতঙ্ক কাটছে না দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী বাসিন্দাদের ৷

মোকা ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন

সাগর, 9 মে: ঘূর্ণিঝড়ের নাম শুনলেই আতঙ্ক তৈরি হয় উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের ৷ মোকা নিয়েও তেমনই আতঙ্কে রয়েছেন তাঁরা ৷ পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় মোকার তেমন প্রভাব না-পড়ার কথা বললেও চিন্তা দূর হচ্ছে না সুন্দরবনবাসীদের ৷ গোসাবা থেকে সাগর ব্লকের বিস্তীর্ণ এলাকার নদীবাঁধের বেহাল দশা । সামান্য পূর্ণিমা বা অমাবস্যার কোটালেই বিভিন্ন জায়গায় বাঁধ ভাঙছে, বাঁধে ধস নামছে । এই পরিস্থিতিতে নতুন করে ঘূর্ণিঝড় মোকার প্রভাব সুন্দরবনের উপর পড়লে ফের বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় মানুষজন ।
যদিও প্রশাসনের তরফে পরিস্থিতি মোকাবিলার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে ।

এর আগে আয়লা, আমফান, বুলবুল ও ইয়াসের প্রভাবেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল সুন্দরবনজুড়ে । এলাকাবাসী বারে বারে শক্তপোক্ত কংক্রিটের নদীবাঁধ তৈরির দাবি জানালেও তার কাজ সবজায়গায় হয়নি ৷ কোনও কোনও এলাকায় তৈরি হলেও বেশিরভাগ জায়গায় এখনও কংক্রিটের নদীবাঁধ তৈরি হয়নি । ফলে প্রাকৃতিক বিপর্যয় নামলে বিস্তীর্ণ এলাকা একদিকে যেমন নদীগর্ভে তলিয়ে যাচ্ছে, তেমনি প্রচুর ক্ষয়ক্ষতিও হচ্ছে । এই পরিস্থিতিতে আরও একটা প্রাকৃতিক দুর্যোগের সামনে দাঁড়িয়ে সুন্দরবনবাসী । ফলে তাঁরা যথেষ্ট আতঙ্কিত ।

নামখানার ফ্রেজারগঞ্জের বালিয়াড়া কলোনি এলাকায় মৎস্যজীবী পরিবারদের সঙ্গে কথা বলে স্পষ্টতই বোঝা গেল তাঁরা যথেষ্ট আতঙ্কে রয়েছেন ৷ বিগত বছরগুলিতে যেভাবে ঝড়ের দাপটে তাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে আবার ঝড় থামার পর নতুন করে পুনর্বাসন করতে হয়েছে তা ভোলার নয় । তাই আরও একবার সুন্দরবনে স্থায়ী নদীবাঁধ তৈরির আবেদন জানিয়েছেন তাঁরা ।

তবে মোকার প্রভাব সেভাবে না পড়লেও জেলা প্রশাসন কোনওদিকে খামতি রাখতে রাজি নয় ৷ ইতিমধ্যেই ঘূর্ণিঝড় নিয়ে বৈঠক হয়ে গিয়েছে জেলায় ৷ ব্লকস্তরে দেওয়া হয়েছে একাধিক নির্দেশ ৷ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে ৷ এককথায় বলা যায় ঘূর্ণিঝড় মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত প্রশাসন ৷

আরও পড়ুন : আন্দামান সাগরের কাছে নতুন নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ফিরছে তাপপ্রবাহ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.