ETV Bharat / state

Bishnupur Road Accident: বাবার সাইকেল চেপে পরীক্ষা দিতে যাওয়ার পথে খুদে পড়ুয়াকে পিষে দিল লরি !

author img

By

Published : Aug 1, 2023, 5:01 PM IST

Updated : Aug 1, 2023, 5:13 PM IST

Etv Bharat
প্রতীকী ছবি

পথ দুর্ঘটনার বলি চতুর্থ শ্রেণির ছাত্রী ৷ বাবার সঙ্গে সাইকেলে চেপে পরীক্ষা দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের গোতলাহাট সেবা নগর এলাকার কৃষ্ণপুরে ৷

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীর বক্তব্য

বিষ্ণুপুর (দক্ষিণ 24 পরগনা), 1 অগস্ট: বাবার সঙ্গে সাইকেলে করে পরীক্ষা দিতে স্কুল যাচ্ছিল খুদে পড়ুয়া । পথে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল তার । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের গোতলাহাট সেবা নগর এলাকার কৃষ্ণপুরে । ঘটনার পরই ভাঙচুর করা হয়েছে ঘাতক লরিটিকে । চালক আর খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ । মৃত ছাত্রীর নাম কৌশিকী বাগ ।

সে যোগেশ্বরী ইন্সস্টিটিউট অ্যাকাডেমির চতুর্থ শ্রেণির ছাত্রী । স্থানীয় সূত্রে, মঙ্গলবার সকালে তাঁর বাবার সঙ্গে সাইকেলে স্কুলে যাচ্ছিল । পিছন দিক থেকে একটি লরি গিয়ে সাইকেলে ধাক্কা মারে । সাইকেলের পিছন থেকে ছিটকে পড়ে যায় কৌশিকী । বেপরোয়া লরির পিছনের চাকা কৌশিকীর পেটের উপর দিয়ে চলে যায় । তাতেই পিষ্ট হয়ে যায় তার শরীর । স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন : জাতীয় সড়কের গর্তে পড়ে বেসামাল বাইক ! তিন যুবককে পিষে দিল লরি

এরপরই স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন । ঘাতক লরিটিতে ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লরির চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ । এক প্রত্যক্ষদর্শীর কথায়, সাইকেল রাস্তার ধার দিয়েই যাচ্ছিল । লরির গতিবেগ এতটাই বেশি ছিল যে সাইকেল সামনে থাকায় আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি । চোখের সামনেই দুর্ঘটনাটি ঘটে যায় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেখানে যান নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা নেই । ফলে দুরন্ত গতিতে পণ্যবাহী লরি ও গাড়ি চলতে থাকে । এই বিষয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার কোনও সমাধান হয়নি ।

আরও পড়ুন : সমাজের ভয়ে সদ্যোজাতকে বিক্রি, জেরায় শিকার করলেন 'মা'

Last Updated :Aug 1, 2023, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.