ETV Bharat / state

Post Poll Violence: আবারও অশান্ত ভাঙড়, গুলিবিদ্ধ পরাজিত তৃণমূল প্রার্থী

author img

By

Published : Jul 19, 2023, 9:35 AM IST

Updated : Jul 19, 2023, 10:45 AM IST

Etv Bharat
প্রতীকী ছবি

ভোট পরবর্তী হিংসা অব্যাহত ভাঙড়ে ৷ মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ পরাজিত তৃণমূল প্রার্থী ৷ অভিযুক্ত আইএসএফ ৷

আহত গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর বক্তব্য

ভাঙড়, 19 জুলাই: কিছুতেই শান্ত হচ্ছে না ভাঙড় । পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া থেকে ভোট শেষ হয়ে গেলেও অশান্তি অব্যাহত এখানে । ভোটের ফলপ্রকাশের পর কেটে গিয়েছে এক সপ্তাহেরও বেশি সময় । কিন্তু হিংসা যেন এখনও থামছে না ভাঙড়ে । মঙ্গলবার ফের চলল গুলি । গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূলের পরাজিত প্রার্থী হাতেম মোল্লা । তাঁর বাড়ি ভাঙড়ের পানাপুকুর এলাকায় ।

এদিন চালতাবেড়িয়ার কাছে তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ আইএসএফের বিরুদ্ধে । একইসঙ্গে এলাকায় ব্যাপক বোমাবাজি হয়েছে বলেও খবর । আহত তৃণমূল প্রার্থী বর্তমানে জিরানগাছা হাসপাতালে চিকিৎসাধীন ।

এই ঘটনায় তৃণমূলের অভিযোগ, বাড়ি ফেরার পথে রাস্তাতেই তাঁর উপর হামলা চালায় আইএসএফের লোকজন । ওই সময় চালতাবেড়িয়া বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলেও অভিযোগ । ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । যার জেরে তীব্র আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা ।

খবর পেয়েই স্থানীয় কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় । এই বিষয়ে আহত তৃণমূল কর্মীর এক আত্মীয় জহিরুপ মোল্লা বলেন, "ওই তৃণমূল প্রার্থীর কানের পাশে গুলি লেগেছে । আইএসএফের লোকজন এদিন ওই এলাকায় তৃণমূলের এক পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে হামলা ও বোমাবাজি করেছে । ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন হাতেম । তখন তাঁকে গুলি করা হয় । আমি প্রশাসনকে অনুরোধ করব যে বা যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ।" যদিও ঘটনায় এখনও পর্যন্ত আইএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, কয়েকজনের জন্য এলাকায় গন্ডগোল লেগেই রয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে হবে পুলিশকে।

আরও পড়ুন : জয়ী তৃণমূল প্রার্থীর এজেন্টকে হুমকির অভিযোগ, বাড়ির সামনে রাখা হল সাদা থান ও ফুল

Last Updated :Jul 19, 2023, 10:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.