ETV Bharat / state

অক্সিজেনের জোগান দিতে ডায়মন্ডহারবার হাসপাতালে বসছে আধুনিক প্ল্য়ান্ট

author img

By

Published : Apr 29, 2021, 6:11 PM IST

করোনা পরিস্থিতিতে অক্সিজেনের জোগান মেটাতে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ অ্য়ান্ড সুপার স্পেশালিটি হাসপতালে চালু হতে চলেছে অটোমেটিক অক্সিজেন প্ল্য়ান্ট। হাসপাতালের অক্সিজেনের ঘাটতি মেটাতেই এই প্ল্য়ান্ট। সেখান থেকে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের জোগান দেওয়া যাবে ৷

oxygen
অক্সিজেন প্ল্য়ান্ট

ডায়মন্ড হারবার, 29 এপ্রিল : করোনা পরিস্থিতিতে অক্সিজেনের জোগান মেটাতে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ অ্য়ান্ড সুপার স্পেশালিটি হাসপতালে চালু হতে চলেছে অটোমেটিক অক্সিজেন প্ল্য়ান্ট। হাসপাতালের তরফে এই খবর জানানো হয়েছে ৷

দিনের পর দিন করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে ৷ দেশে ইতিমধ্যেই দেখা দিয়েছে অক্সিজেনের ঘাটতি। করোনাকে প্রতিরোধ করার জন্য ভারতকে সব রকম সাহায্য দিতে প্রস্তুত অন্য দেশগুলি । ইতিমধ্যে জার্মানি, সৌদি আরব, অ্য়ামেরিকা, রাশিয়া ও সিঙ্গাপুর থেকে ভ্যাকসিন তৈরি ও প্রয়োজনীয় কাঁচামাল সহ অক্সিজেন তৈরির প্ল্যান্ট এদেশে চলে এসেছে । এরাজ্য়েও করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক ৷ করোনা আক্রান্ত হয়ে ইতিমধ্যেই অসংখ্য় মানুষের মৃত্য়ু হয়েছে। আক্রান্ত হয়েছেন কয়েক লাখ মানুষ।

oxygen
ডায়মন্ড হারবার হাসপাতাল

আরও পড়ুন-রাজ্যগুলির হাতে ভ্যাকসিনের 1 কোটি ডোজ রয়েছে, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

করোনা পরিস্থিতিতে অক্সিজেনের জোগান মেটাতে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ অ্য়ান্ড সুপার স্পেশালিটি হাসপতালে চালু হতে চলেছে অটোমেটিক অক্সিজেন প্ল্য়ান্ট। হাসপাতালের অক্সিজেনের ঘাটতি মেটাতেই এই প্ল্য়ান্ট। সেখান থেকে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের জোগান দেওয়া যাবে ৷ কয়েক লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই প্ল্য়ান্ট। অটোমেটিক অক্সিজেন প্ল্য়ান্ট-এর মাধ্যমে ডায়মন্ডহারবার হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অক্সিজেনের জোগান মেটানো সম্ভব।

oxygen
অক্সিজেন প্ল্য়ান্ট

ডায়মন্ডহারবার মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল চিকিৎসক রমাপ্রসাদ রায় বলেন, "ইতিমধ্যেই রাজ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। আমাদের এই মেডিকেল কলেজ ও করোনা হাসপাতালে স্বাস্থ্য ভবন থেকে পরিবহন ব্যবস্থার মাধ্যমে ডায়মন্ডহারবার এসে পৌঁছায়। এটা সময়সাপেক্ষ। রোগীরা ঠিক সময় মতো অক্সিজেন পান না । এই প্ল্যান্টটি হলে সরাসরি প্রতিটি বিভাগে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.