ETV Bharat / state

ঢোলাহাটে পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে সালিশি সভায় চলল গুলি , মৃত 1

author img

By

Published : Aug 2, 2020, 6:36 PM IST

ঢোলাহাট থানা এলাকার বাসিন্দা মোতালেব মীর ও আরফান মীরের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল । এই বিষয় নিয়ে আজ দুপুরে স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে সালিশি সভা শুরু হয় গ্রামে । সভা শুরু হতেই হঠাৎই দুই পক্ষের মধ্যে এলোপাথাড়ি গুলি চলতে থাকে । ঘটনায় গুলিবিদ্ধ হন সালিশি সভায় আসা তিন ব্যক্তি ।

dholaghat
সালিশি সভায় চলল গুলি

ঢোলাহাট , 2 অগাস্ট : পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে সালিশি সভায় চলল গুলি । ঘটনায় জখম হয়েছেন তিন জন । তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের । ঘটনায় চারজনকে আটক করেছে ঢোলাহাট থানার পুলিশ । দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানা এলাকার শংকরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আমিরপুরের ঘটনা ।

স্থানীয় সূত্রে জানা যায় , ঢোলাহাট থানা এলাকার বাসিন্দা মোতালেব মীর ও আরফান মীরের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল । এই বিষয় নিয়ে আজ দুপুরে স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে সালিশি সভা শুরু হয় গ্রামে । সভা শুরু হতেই হঠাৎই দুই পক্ষের মধ্যে এলোপাথাড়ি গুলি চলতে থাকে । ঘটনায় গুলিবিদ্ধ হন সালিশি সভায় আসা তিন ব্যক্তি । বাসার মীর, রফিকুল মীর, আসাদুল কয়াল । পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন ওই তিন ব্যক্তিকে । সেই মতো তিনজনকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হলে আসাদুল কয়াল ও রফিকুল মীরকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই রফিকুল মীর (26) নামে ওই ব্যক্তির মৃত্যু হয় ।

আহতদের দাবি , ঘটনার সময় পুলিশ উপস্থিত ছিল । পুলিশকে বারবার ব্যবস্থা নেওয়ার অনুরোধ করলেও পুলিশ পিছিয়ে যায় বলে অভিযোগ । পাশাপাশি , এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল সেই বিষয়ে প্রশ্ন উঠছে ।

শুনে নিন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য

অন্যদিকে , এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.