ETV Bharat / state

75 Years of Independence স্বাধীনতার প্রাক্কালে দেশ বদলের অঙ্গীকার, 1000 পরিবারের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংস্থা

author img

By

Published : Aug 14, 2022, 10:50 PM IST

75 Years of Independence Day
ঘোড়ামারায় 1000 পরিবারকে ত্রাণ স্বেচ্ছাসেবী সংগঠনের

স্বাধীনতা দিবসের প্রাক্কালে সুন্দরবনের ভাঙ্গন কবলিত ঘোড়ামারা দ্বীপে ত্রাণ নিয়ে পৌঁছল একটি স্বেচ্ছাসেবী সংগঠন । প্রায় 1000 জন পরিবারের হাতে ত্রাণ তুলে দিল রবিনহুড আর্মি (NGO Rabin Hood Army Distribute Relief in Ghoramara) ৷

ঘোড়ামারা (সুন্দরবন), 14 অগস্ট: 75তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সুন্দরবনের ভাঙ্গন কবলিত ঘোড়ামারা দ্বীপে ত্রাণ বিলি করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিন হুড আর্মি’। প্রায় 1000 জন পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়েছে এই স্বেচ্ছাসেবী সংগঠন (Rabin Hood Army Distribute Relief in Ghoramara)।

ভাঙন কবলিত ঘোড়ামারা দ্বীপের মানুষে পাশে এসে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন । স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রীক পেয়ে খুশি দ্বীপবাসী । দ্বীপ বাসীর আবেদন, এই ভাঙ্গন কবলিত দ্বীপের কথা ভাবুক রাজ্য সরকার । যেভাবে ভাঙ্গন গ্রাস করছে, ঘোড়ামারা দ্বীপকে বাঁচাতে যদি রাজ্য সরকার কোনও উদ্যোগ না নিলে কয়েকবছরের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যাবে এই দ্বীপটি । সংগঠনের পক্ষ থেকে এদিন ত্রাণের পাশাপাশি জাতীয় পতাকাও তুলে দেওয়া হয়।

স্বাধীনতার প্রাক্কালে দেশ বদলের অঙ্গীকার

আরও পড়ুন: বন্যা ত্রাণের টাকা বণ্টনে দুর্নীতির অভিযোগ, জানাজানি হতেই টাকা ফেরতের হিড়িক !

প্রতিনিয়ত ভাঙ্গনের কারণ একটু একটু করে ক্ষয় হচ্ছে ঘোড়ামারা দ্বীপ। ঘূর্ণিঝড় ইয়াসে কার্যত ঘোড়ামারা দ্বীপের বেশ কিছুটা অংশ নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে নদীর নোনা জলে নষ্ট হয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। নদীর নোনা জলে চাষযোগ্য জমির উর্বরতা হারিয়ে গিয়েছে। জীবন-জীবিকা নেই দ্বীপের অধিকাংশ মানুষের । ফলে ভিটে মাটি ছেড়ে পাড়ি দিতে হয়েছে ভিনরাজ্যে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.