ETV Bharat / state

সরলেন শমীক লাহিড়ী, দক্ষিণ চব্বিশ পরগনার নয়া সিপিএম জেলা সম্পাদক হলেন রতন বাগচী

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 10:58 PM IST

Samik Lahiri: শমীক লাহিড়ীর জায়গায় দক্ষিণ 24 পরগনা জেলার নয়া সিপিএম সম্পাদক হলেন রতন বাগচী ৷ দলীয় নিয়ম মেনে পদ ছেড়েছেন শমীক ৷

ETV Bharat
ফাইল ছবি

কলকাতা, 25 নভেম্বর: দক্ষিণ 24 পরগনা জেলা সিপিএম সম্পাদক পদে বদল । শমীক লাহিড়ীর জায়গায় নতুন জেলা সম্পাদক নির্বাচিত হলেন রতন বাগচী । শনিবার বারুইপুরে পার্টির জেলা কমিটির সভায় তাঁকে সম্পাদক পদে নির্বাচিত করা হয় । এদিন জেলা কমিটির সভায় পার্টির রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম, সিপিএম সুজন চক্রবর্তী, কল্লোল মজুমদার প্রমুখের উপস্থিত তিনি সম্পাদকের পদ গ্রহণ করেন।

বিদায়ী জেলা সম্পাদক শমীক লাহিড়ী নতুন সম্পাদক পদে রতন বাগচীর নাম প্রস্তাব করেন । শমীক লাহিড়ীর পদ ছাড়ার কারণ হিসেবে জানা গিয়েছে, সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি তিনটি পদে বা দায়িত্বে থাকতে পারেন না । কিন্তু, শমীক লাহিড়ী জেলা সম্পাদকের পাশাপাশি রাজ্য সম্পাদকমণ্ডলী ও কেন্দ্রীয় কমিটিরও সদস্য। ফলে আজ না হোক, কাল তাঁকে পদ ছাড়তেই হতো । কিন্তু, চলতি মাসেই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নেন ।

এদিকে রাজ্য কমিটির বর্ধিত সভায় শমীককে সিপিএম মুখপত্র গণশক্তির সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে । আগামী ডিসেম্বরে সেই দায়িত্ব নেবেন তিনি । দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএমের সম্পাদক বদল হওয়ার খবর গত 21 নভেম্বর প্রকাশিত হয়েছিল ইটিভি ভারতে । বিদায়ী জেলা সম্পাদক সমিত লাহিড়ীকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সম্পাদক বদলের খবরটি তখন অস্বীকার করেছিলেন ।

তারপরও ইটিভি ভারত জানিয়েছিল, 25 নভেম্বর জেলা কমিটির সভাতে নতুন সম্পাদক নির্বাচন করা হতে পারে । সূত্রের খবর, লোকসভা ভোটের আগে জেলা রাজনীতির নানাবিধ সমীকারণের অঙ্ক মিলিয়ে সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে রতন বাগচীকে । আর কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন ৷ এই জেলায় আবার যাদবপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর এবং জয়নগরের মতো গুরুত্বপূর্ণ লোকসভা আসন আছে । ফলে নতুন দায়িত্ব পেয়েই লোকসভা ভোটের প্রস্তুতিতে ঝাঁপাতে হবে নয়া জেলা সম্পাদককে ৷

আরও পড়ুন:

  1. দক্ষিণ 24 পরগনায় সিপিএমের নয়া জেলা সম্পাদক ! পদত্যাগের জল্পনা ওড়ালেন শমীক
  2. সিপিএমে আইডেন্টিটি পলিটিক্স ! মতুয়া-কুড়মি-এসসি-ওবিসিদের ভোট টানতে উদ্যোগী আলিমুদ্দিন স্ট্রিট
  3. ইন্ডিয়া জোটে ভাঙন ধরাতে চাইছেন ‘মীরজাফর’ সেলিম, কটাক্ষ ফিরহাদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.