ETV Bharat / state

বাড়ছে সংক্রমণ, তিন দিন দোকান-বাজার বন্ধ রাজপুর-সোনারপুরে

author img

By

Published : Jun 28, 2021, 7:00 PM IST

market is closed to prevent coronavirus at Rajpur Sonarpur municipality area
বাড়ছে সংক্রমণ, দোকান-বাজার বন্ধ রাজপুর-সোনারপুরে

রাজ্যজুড়ে সংক্রমণ কমলেও রাজপুর-সোনারপুর এলাকায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ এ জন্য ওই এলাকায় আপাতত 3 দিন সব বাজার ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে ৷

সোনারপুর, 28 জুন : রাজ্যজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা কমলেও, রাজপুর-সোনারপুর পৌর এলাকায় সংক্রমিতের সংখ্যা বাড়ছে । পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় রাজপুর-সোনারপুর এলাকার সমস্ত বাজার আজ থেকে 3 দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পৌরসভা ।

সোমবার থেকে 3 দিন বন্ধ থাকবে বাজার । তারপর পরিস্থিতি পর্যালোচনা করেই বাজার ফের বন্ধ রাখা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । শনিবার ও রবিবার বাজার বন্ধ রাখা নিয়ে প্রচারও করা হয় রাজপুর-সোনারপুর পৌর এলাকায় । এই পৌরসভায় মোট 35টি ওয়ার্ডে কয়েক লক্ষেরও বেশি মানুষ বাস করেন । ওই পৌরসভায় করোনা সংক্রমণের সংখ্যা আগের থেকে কমেছে । তবে প্রতি দিন 25 থেকে 30 জন করোনায় আক্রান্ত হচ্ছেন । আর তা নিয়েই উদ্বেগ বাড়ছে । সে জন্য কোভিড মোকাবিলায় পৌরসভার বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: বজ্রাঘাতে মৃত্যুর 48 ঘণ্টার মধ্যেই পরিবারকে সরকারি সাহায্য সায়ন্তিকার

স্থানীয় বাসিন্দারা যাতে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখেন, সে জন্য প্রচার চালানো হয় । শুক্রবার পরিস্থিতি পর্যালোচনা করে ফের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে । আজ সকাল থেকেই রাজপুর-সোনারপুর পৌর এলাকার বিভিন্ন বাজারগুলিতে অন্য ছবি ধরা পড়ে । বন্ধ বাজার হাট, রাস্তাঘাট কার্যত মানবশূন্য । বিভিন্ন বাজারে সোনারপুর থানার পুলিশ অভিযান চালায় ৷ যে সব দোকানপাট খোলা ছিল, সেগুলি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয় । অত্যন্ত প্রয়োজন ছাড়া মানুষজন খুব একটা বাইরে বের হচ্ছেন না । পৌরসভার এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা ।

আরও পড়ুন: রাজ্যে 15 জুলাই পর্যন্ত বিধিনিষেধ , চালু হচ্ছে বাস পরিষেবা

বিধিনিষেধের পাশাপাশি এই এলাকায় টিকাকরণেও জোর দেওয়া হয়েছে ৷ পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন এই এলাকায় গড়ে 5 হাজার বাসিন্দাকে টিকা দেওয়া হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.