ETV Bharat / state

সোনারপুরে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্ধোধন লাভলির

author img

By

Published : May 29, 2021, 3:54 PM IST

সোনারপুরে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্ধোধন লাভলীর
সোনারপুরে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্ধোধন লাভলীর

সোনারপুর ব্লকের লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি প্রাথমিক স্কুলে শনিবার পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র ৷ 4 লক্ষ 80 হাজার টাকা ব্যয়ে তৈরি এই প্রকল্পের মাধ্যমে এলাকার 500টি পরিবার রোজ 20 লিটার করে জল পাবে ৷

সোনারপুর, 29 মে : সোনারপুর ব্লকের লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্ধোধন করলেন লাভলি মৈত্র ৷ শনিবার স্থানীয় একটি প্রাথমিক স্কুলে এই প্রকল্পের সূচনা করছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক ৷

মোট 4 লক্ষ 80 হাজার টাকা ব্যায় করে তৈরি করা হয়েছে এই প্রকল্প ৷ প্রতিদিন 10 হাজার লিটার জল সরবারহ করতে পারবে এই প্রকল্প ৷ এলাকার 500টি পরিবার রোজ 20 লিটার করে জল পাবে এই প্রকল্পের সুবাদে ৷ লাভলি বলেন, "নির্বাচনের জন্য এই প্রকল্প শুরু করতে একটু দেরি হয়ে গেল ৷ এবার একটু হলেও এখানকার মানুষের জলের সমস্যা মিটবে ৷ এর মাধ্যমে আমি আমার কাজ শুরু করলাম ৷ ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই ৷"

দীর্ঘ দিন ধরেই এলাকার বাসিন্দারা পানীয় জলের কষ্টে ভুগছিলেন ৷ অবশেষে এই প্রকল্প বাস্তবায়িত হওয়ায় খুশি এলাকাবাসী ৷ এই এলাকায় আরও দু'টি পরিশ্রুত পানীয় জল প্রকল্পের কাজ চলছে ৷ সেগুলিরও উদ্বোধন করা হলে এলাকায় জলের কষ্ট অনেকটাই কমে যাবে ৷

আরও পড়ুন : মণি নদীর বাঁধে নতুন করে ফাটল, বানভাসি কুমোরপাড়ার ছাতুয়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.