ETV Bharat / state

Suvendu Slams Abhishek: 'মহকুমা ঘোষণা করা আর হাততালি পাওয়া, দুটো আলাদা', অভিষেক-গড়ে বিরোধী দলনেতার আক্রমণ

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 10:48 AM IST

ETV Bharat
অভিষেককে আক্রমণ শুভেন্দু অধিকারীর

ধূপগুড়িতে মহকুমা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ এ নিয়ে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

ডায়মন্ড হারবারে দলীয় সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী

ডায়মন্ড হারবার, 12 সেপ্টেম্বর: "মহকুমা ঘোষণা করা আর হাততালি কোড়ানো- দুটো আলাদা জিনিস", ডায়মন্ডহারবারে একটি সভায় বললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ধূপগুড়ি বিধানসভায় উপ-নির্বাচনের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ধূপগুড়িতে পৃথক মহকুমা করা হবে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন, খুব শীঘ্রই ধূপগুড়ি মহকুমা হবে ৷

এদিন ডায়মন্ডহারবারে বিজেপির সভা করতে না-দেওয়ারও অভিযোগ তোলেন তিনি ৷ শুভেন্দু বলেন, "এর নাম ভাইপো মডেল" ৷ রাজ্য সরকারের ধূপগুড়ি মহকুমা ঘোষণাকে কটাক্ষ করেন বিজেপি বিধায়ক ৷ সোমবার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে আমতলার বিষ্ণুপুর থেকে এই মন্তব্য করেন তিনি । নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে তিনি বলেন, "মমতা সরকারে একটাই পদ আছে ৷ বাকি সবই ল্যাম্পপোস্ট ৷ আমি সেই সরকারে ছিলাম, তাই জানি ৷"

আরও পড়ুন: মহকুমা ঘোষণায় খুশির হাওয়া ধূপগুড়িতে

এদিন বিজেপি নেতা একদিকে জানান, আলাদা মহাকুমা করলে সাধারণ মানুষের উপর ট্রেড লাইসেন্সের ট্যাক্স বাড়বে ৷ জনসাধারণের কোনও লাভ হবে না ৷ তিনি উল্লেখ করেন, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় এখনও পর্যন্ত জেলাশাসকের কার্যালয় বা পুলিশ লাইন অফিস নির্মিত হয়নি ৷ তিনি ধূপকগুড়ি মহকুমার ঘোষণাকে 'মিথ্যে কথা' বলেন ৷

শুভেন্দু আরও বলেন, "লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ যে সব বিডিও, এসডিও, ওসি, আইসিরা পঞ্চায়েত নির্বাচনে সরাসরি তৃণমূলের হয়ে ভোট লুঠ করেছেন, তাঁদের লোকসভা নির্বাচনে কোনও স্তরে রাখা যাবে না ৷ আমরা অন্তত একশোটিরও বেশি পুলিশ অফিসারের ছবি দিয়েছি ৷ তাঁরা তৃণমূলের ব্যাচ, উত্তরীয় পরে তৃণমূলের দলীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷" তাঁর আরও অভিযোগ, আই প্যাক নামের একটি বাণিজ্যিক সংস্থা ভোটার তালিকায় মৃতদের নাম রাখার বন্দোবস্ত করছে ৷

এদিন ডায়মন্ডহারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তুলোধনা করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভন্দু ৷ তিনি বলেন, "5 অগস্ট বিজেপিদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিল তৃণমূল ৷ সেটি কি হয়েছে ? ভাইপো বলেছিলেন, 10 লক্ষ লোক নিয়ে দিল্লি যাবেন ৷ এখন বলছেন আঙুর ফল টক ৷ গান্ধিজিকে ফুল দিতে যাব ৷" অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 13 সেপ্টেম্বর ইডির তলব করেছে ৷

আরও পড়ুন: কর্মী নিয়োগে কোনও দুর্নীতি হয়নি, দাবি ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যানের

এই প্রসঙ্গে শুভেন্দু অভিষেককে আক্রমণ করে বলেন, "ছেলেটা এগারো সালের আগে ছিল না ৷ রুচিরা তাঁর কে হয় ? মেনকা গম্ভীর কে হয় ? লিপস অ্যান্ড বাউন্ডস-এর ডায়রেক্টর অমিত বন্দ্যোপাধ্যায়, রত্না বন্দ্যোপাধ্যায় কে ?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.