ETV Bharat / state

Jaynagar Drinking Water Crisis : তীব্র গরমে পানীয় জলের সংকট জয়নগরে

author img

By

Published : May 6, 2022, 10:54 AM IST

Jaynagar News
জয়নগরে পানীয় জলের সংকট

জয়নগরের বহরু গ্রাম পঞ্চায়েত এলাকায় জলকষ্টে ভুগছেন ওই অঞ্চলের কয়েকশো পরিবার (Jaynagar Drinking Water Crisis)। এই জল সংকট ঘোঁচাতে তড়িঘড়ি ব্যবস্থা নেন জয়নগরের বিধায়ক ।

জয়নগর, 6 মে : তীব্র গরমের দাবদাহে নাভিশ্বাস হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের মানুষের । গরম পড়তে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জল সংকট । দীর্ঘদিন যাবৎ জয়নগরের বহরু গ্রাম পঞ্চায়েত এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের জল সরবরাহের একমাত্র রিজার্ভার খারাপ হয়ে পরেছে । রিজার্ভার খারাপ হয়ে থাকার কারণে জল কষ্টে ভুগছেন বহরু অঞ্চলের কয়েকশো পরিবার (Jaynagar Drinking Water Crisis) । এই কয়েকশো পরিবারের জন্য রয়েছে মাত্র হাতেগোনা কয়েকটি টিউবওয়েল তা আবার একটু গরম পড়লে জলের স্তর নেমে যায় ।

সম্প্রতি গরমের ও তাপপ্রদাহের কারণে জলের স্তর নেমে যাওয়ায় সেই সব টিউওবয়েল থেকে আর জল উঠছে না বলেই এমনটা অভিযোগ করছেন গ্রামবাসীরা । পানীয় জলের সমস্যায় দিন কাটাচ্ছেন বহরু অঞ্চলে শতাধিক পরিবার ৷

গ্রামবাসীদের পানীয় জল সংকটের কথা স্থানীয় বিধায়কের নজরে আসে । এই জল সংকট ঘোঁচাতে তড়িঘড়ি ব্যবস্থা নেন জয়নগরের বিধায়ক । জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে দ্রুত কথা বলেন ৷ দক্ষিণ বারাসতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের যে আর্সেনিক মুক্ত পানীয় জলের রিজার্ভার আছে সেখান থেকে অস্থায়ী জলের ট্রাঙ্কের মাধ্যমে বহরু অঞ্চলে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন ।

বিধায়ক পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ায় খুশি বহরু অঞ্চলের মানুষজন

আরও পড়ুন : এই প্রখর দাবদাহে সঠিক পরিমাণে জল খাচ্ছেন তো ?

বহরু অঞ্চলের প্রধান স্নেহাশিস নাইয়া বলেন, "মানুষের জল কষ্টের কথা যখন আমরা জানতে পারি তারপর থেকে দ্রুত ব্যবস্থা করি । বহরুর প্রতিটি অঞ্চলে সমস্ত গ্রাম গুলিতে জল দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে । যতদিন এই জলের সমস্যা থাকবে ততদিন বাড়িতে বাড়িতে জল সরবরাহ করা হবে । তীব্র গরমের দাবদাহে বাড়িতে এভাবে পানীয় জলের সুবিধা পেয়ে খুশি বহরু অঞ্চলের মানুষরা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.