ETV Bharat / state

Cyclone Sitrang: ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় 24 ঘণ্টার হেল্পলাইন ও কন্ট্রোলরুম খুলল হাওড়া পৌরনিগম

author img

By

Published : Oct 21, 2022, 6:41 PM IST

Howrah Municipal Corporation opens 24-hour helpline and control room to deal with Cyclone Sitrang
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় 24 ঘণ্টার হেল্পলাইন ও কন্ট্রোলরুম খুলল হাওড়া পৌরনিগম

ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang) মোকাবিলায় 24 ঘণ্টার হেল্পলাইন ও কন্ট্রোলরুম (Helpline and control room) খুলল হাওড়া পৌরনিগম (Howrah Municipal Corporation)৷ এ ছাড়াও নেওয়া হয়েছে 10টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ৷

হাওড়া, 21 অক্টোবর: ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang) মোকাবিলায় 24 ঘণ্টার হেল্পলাইন ও কন্ট্রোলরুম (Helpline and control room) চালু করল হাওড়া পৌরনিগম (Howrah Municipal Corporation)। সিত্রাং-কে ঠেকাতে হাওড়া পৌরনিগম 10টি সিদ্ধান্ত নিয়েছে ।

আমফান ঝড়ের মতো শক্তিশালী না হলেও সিত্রাং-এর জেরে অতি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস । আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সিত্রাং-এর দাপটে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় 70-80কিমি বেগে ঝড় বইতে পারে । কালীপুজার মুখে এই ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন ।

রাজ্য সরকারের কৃষি দফতর থেকে ইতিমধ্যেই জারি করা হয়েছে নির্দেশিকা । আর একইরকম ভাবে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিল হাওড়া পৌরনিগমও । সিত্রাং ঘূর্ণিঝড় মোকাবিলায় হাওড়া পৌরনিগম যে 10টি সিদ্ধান্ত নিয়েছে সেগুলি হল,

1) 24 ঘণ্টা চালু থাকবে দুটি হেল্পলাইন নম্বর: 033-6292 232870, 033-6292 232871

2) পৌরনিগমের সদর দফতরে 24 ঘণ্টার জন্য কন্ট্রোলরুম খোলা হচ্ছে

3) সমস্ত বরো অফিস এবং বালি সাব-অফিসগুলিতে বিপর্যয় মোকাবিলা পরিচালনার দল তৈরি করা হয়েছে

4) সমস্ত বিপজ্জনক গাছ, ভবন এবং হোর্ডিং-এ নজর রাখবে বিপর্যয় মোকাবিলা দল

5) জঞ্জাল সাফাই টিমকে সতর্ক থাকতে বলা হয়েছে

আরও পড়ুন: ধেয়ে আসছে সিত্রাং ! কোমর বেঁধে তৈরি নবান্ন

6) অত্যধিক জল জমে এমন স্থানে প্রয়োজনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে সিইএসসি-কে

7) 64-65টি জলের পাম্প প্রস্তুত রাখার পাশাপাশি বিশেষ পাম্পের ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও ছোট ছোট বেশ কয়েকটি পাম্পকে তৈরি রাখা হয়েছে

8) প্রয়োজনে মানুষজনকে সরানোর জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলি ঠিক করা হয়েছে

9) ত্রাণ এবং খাদ্য উপকরণ জায়গায় জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে

10) সংবেদনশীল এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করা হবে

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় 24 ঘণ্টার হেল্পলাইন ও কন্ট্রোলরুম খুলল হাওড়া পৌরনিগম

এছাড়াও রাজ্য সরকারের কৃষি দফতর থেকেও হাওড়া গ্রামীণ এলাকাতে কৃষকদের জন্য চাষের সবজি ও ক্ষেতের ফসল বাঁচানোর জন্য একাধিক পরামর্শ-সহ নির্দেশিকা দেওয়া হয়েছে । চলতি মাসের 20-25 তারিখের মধ্যে সিত্রাং ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে বলে আশংকা করা হচ্ছে । অতি ভারী বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা করে সময় থাকতে তৈরি হচ্ছে জেলা প্রশাসন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.