ETV Bharat / state

Maheshtala Blast: মহেশতলায় গ্যাস লিক করে বিস্ফোরণ, আহত 5

author img

By

Published : Oct 12, 2022, 7:37 PM IST

Maheshtala Blast News
মহেশতলায় গ্যাস লিক করে বিস্ফোরণ

মহেশতলা 1 নম্বর ওয়ার্ডের রবীন্দ্র নগর থানার ময়লা পট্টি এলাকায় রান্নার গ্যাস লিক করে বিস্ফােরণ (Maheshtala Blast) ৷ ঘটনায় আহত হয়েছেন 5 জন ৷

মহেশতলা, 12 অক্টোবর: গ্যাসের পাইপ লিক করে বিকট শব্দে কেঁপে উঠল এলাকা ৷ ঘটনায় আহত হয়েছেন 5 জন ৷ ঘটনাটি ঘটেছে মহেশতলা 1 নম্বর ওয়ার্ডের রবীন্দ্র নগর থানার অন্তর্গত ময়লা পট্টি এলাকায় (Maheshtala Blast) ৷

জানা গিয়েছে, রবীন্দ্র নগর থানার ও এলাকায় জহর কেওয়ার 5 তলা বাড়ির নিচের ফ্লোরে ঘর ভাড়া নিয়ে থাকতেন সন্দীপ যাদব ৷ তাঁর সঙ্গে থাকতেন তাঁর স্ত্রী ও 3 ছেলে-মেয়ে । তিনি বিহারের নাওয়াপুরের বাসিন্দা ৷ রবীন্দ্র নগরে এইচপি গ্যাসের গোডাউনে গাড়ি চালাতেন তিনি ৷ আজ ভোর আনুমানিক 3:30 থেকে 4টের মধ্যে এই বিস্ফোরণটি হয় । বিকট শব্দে কেঁপে ওঠে সমস্ত এলাকা ৷

আরও পড়ুন: মজুত করা বাজিতে আগুন লেগে বিস্ফোরণ ! পাঁশকুড়ায় মৃত 1, আহত 5

জহর কেওয়ার মেয়ে সুশীলা জানান, বিস্ফোরণের আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন সকলে ৷ ছুটে ঘর থেকে বেড়িয়ে পড়েন সবাই ৷ বাইরে এসে দেখেন যে, সন্দীপ যাদব স্ত্রী ও 3 সন্তান-সহ আহত হন ৷ এরপর আরও ভাড়াটিয়ারা ছুটে আসে ও পুলিশকে দেওয়া হয় ৷ পুলিশ ও ভাড়াটিয়ারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে এসএসকেএমে ভর্তি করা হয় ৷

ঘটনার কথা জানাচ্ছেন জহর কেওয়ার মেয়ে সুশীলা

আহত সন্দীপ যাদব পুলিশকে জানিয়েছেন, তিনি চায়ের জল গরমের জন্য গ্যাস জ্বালান ৷ ঠিক সেই সময়ে গ্যাসের পাইপ লিক ছিল তা জানা ছিল না ৷ আর তখনই বিকট শব্দ হয়ে ঘরের চারিদিকে অন্ধকার হয়ে যায় । কিন্তু যে ঘরটিতে সন্দীপ যাদব থাকতেন সেই ঘরটি পুলিশ আধিকারিকেরা এসে তদন্তের স্বার্থে বন্ধ করে রেখেছেন । আসতে পারেন ফরেন্সিক আধিকারিকেরাও ।

আরও পড়ুন: যোধপুরে গ্যাস সিলিন্ডার ফেটে ঝলসে মৃত 4, আহত 16

প্রসঙ্গত, 10 মাস আগে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অন্তর্গত নোদাখালিতে বিস্ফোরণে ছাদ ঘরের ছাদ উড়ে যায় ৷ মৃত্যু হয়েছিল 3 জনের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.