ETV Bharat / state

Makar Sankranti 2023: ঘন কুয়াশায় বন্ধ ফেরি পরিষেবা, বিপাকে গঙ্গাসাগরে পুণ্যস্নানে আসা পুণ্যার্থীরা

author img

By

Published : Jan 15, 2023, 1:07 PM IST

Updated : Jan 15, 2023, 2:15 PM IST

ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম গঙ্গাসাগরে ৷ আর তার জেরে সকাল থেকে বন্ধ ফেরি পরিষেবা ৷ ফলে মকর সংক্রান্তি (Makar Sankranti 2023)-তে সময়ে পুণ্যস্নান করতে না পেরে ফেরিঘাটেই বিক্ষোভ দেখাতে শুরু করলেন একাংশ পুণ্যার্থী ৷

Ferry Services Suspend in Gangasagar ETV BHARAT
Ferry Services Suspend in Gangasagar

সময়ে গঙ্গাসাগরে পৌঁছাতে না পেরে বিক্ষোভ পুণ্যার্থীদের

দক্ষিণ 24 পরগনা, 15 জানুয়ারি: ঘন কুয়াশার জেরে বন্ধ দক্ষিণ 24 পরগনা একাধিক ফেরিঘাট ৷ দৃশ্যমানতা কম থাকায় বন্ধ রয়েছে গঙ্গাসাগরে যাওয়ার ফেরি পরিষেবাও (Ferry Services Suspend in Gangasagar Due to Dense Fog) ৷ ফলে গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য পৌঁছাতে পারলেন না বহু পুণ্যার্থী ৷ দক্ষিণ 24 পরগনার প্রায় অধিকাংশ ফেরিঘাটে আজ ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে ৷ পরিস্থিতি স্বাভাবিক না হলে গঙ্গাসাগরের যাওয়ার লঞ্চ ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে প্রশাসন ৷ এই পরিস্থিতিতে বিভিন্ন ফেরিঘাটে বিক্ষোভ দেখাতে শুরু করলেন ভিনরাজ্য থেকে আসা পুণ্যার্থীরা ৷ উঠল ‘মোদি জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় মুরদাবাদ’ স্লোগানও ৷

ঘন কুয়াশার কারণে গতকাল থেকেই ফেরি চলাচলে সমস্যা হচ্ছিল দক্ষিণ 24 পগনার বিভিন্ন খেয়াঘাটে ৷ আর আজ সেই কুয়াশার পরিমাণ অত্যাধিক হওয়ায় ভোর থেকেই ফেরি চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ ৷ ফলে পুণ্যস্নানের জন্য আসা বহু পুণ্যার্থী গঙ্গাসাগরে পৌঁছাতে পারেননি ৷ ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য মানুষ ৷ কিন্তু, প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দৃশ্যমানতা স্বাভাবিক না হলে ফেরি চলাচল করবে না ৷ এই ঘোষণা হওয়ার পর থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন একাংশ পুণ্যার্থী ৷

পুণ্যার্থীদের অভিযোগ, রাজ্য সরকারের তরফে পর্যাপ্ত ব্যবস্থা ঠিক মতো করা হয়নি ৷ ফলে তাঁরা সময়ে গঙ্গাসাগরে পৌঁছাতে না পেরে মকর সংক্রান্তির সকালে পুণ্যস্নান করতে পারেননি ৷ ফেরিঘাটের বাইরে লম্বা লাইনের মধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করে একাংশ ৷ এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা যায় কয়েকজনকে ৷ স্লোগান ওঠে ‘মোদি জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় মুরদাবাদ’ ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷

জানা গিয়েছে, পুলিশ ফেরি ঘাটগুলিতে পৌঁছালে তাঁদের সঙ্গেও তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন পুণ্যার্থীদেরপ একাংশ ৷ এমনকি ধাক্কাধাক্কিও হয় ৷ এই পরিস্থিতিতে ফেরিঘাটের সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে ৷ ভিনরাজ্য থেকে আসা কয়েকজন পুণ্যার্থী অভিযোগ করেছেন, সরকারের তরফে গঙ্গাসাগরে পৌঁছানোর কোনও ব্যবস্থাই নাকি করা হয়নি ৷ গতকাল দুপুর 2টোয় ফেরিঘাটে লাইনে দাঁড়ানোর পরেও লঞ্চ ধরতে পারেননি ৷ বিকেল 4টের পর ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷ আর আজ সকাল থেকে খারাপ আবহাওয়ার কারণে, বন্ধ রয়েছে ফেরি চলাচল ৷

আরও পড়ুন: শাহীস্নানে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন প্রায় 40 লক্ষ তীর্থযাত্রী

তবে, প্রশাসনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ৷ পুণ্যার্থীরা অধৈর্য্য হয়ে উঠলেো কিছুই করার নেই ৷ ঝুঁকি নিয়ে কোনও মতেই পুণ্যার্থীদের নিয়ে গঙ্গাসাগরে ফেরি পরিষেবা দেওয়া যাবে না ৷ দৃশ্যমানতা খুবই কম ৷ ফলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়তে পারে ভেসেল ৷ ফলে প্রাণের ঝুঁকি নিয়ে পরিষেবা কখনই দেওয়া সম্ভব নয় ৷

Last Updated : Jan 15, 2023, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.