ETV Bharat / state

আইসি-র নামে ভুয়ো অ্যাকাউন্ট করে টাকা তছরূপের ফাঁদ

author img

By

Published : Jun 2, 2021, 8:05 AM IST

সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে ৷ সেই অ্যাকাউন্ট থেকে করোনা আর যশে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে ৷ এমনটা ঘটেছে খোদ জয়নগর থানার আইসি-র নামে ৷

অতনু সাঁতরা ও তাঁর ফেক অ্যাকাউন্ট
অতনু সাঁতরা ও তাঁর ফেক অ্যাকাউন্ট

জয়নগর (দক্ষিণ চব্বিশ পরগনা), 2 জুন : ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নাম করে আর্থিক সাহায্য চেয়ে ফেসবুকে পোস্ট । তাও খোদ থানার আইসি-র নাম করে ।

সোশ্যাল মিডিয়ায় জয়নগর থানার আইসি অতনু সাঁতরার নামে সাধারণ মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার আবেদন জানায় হ্যাকাররা । হ্যাকাররা অতনু সাঁতরার ছবি দিয়ে একটি ফেক অ্যাকাউন্ট বানিয়ে সেখান থেকে এই প্রচার চালাচ্ছিল ৷ আইসি-র পরিচিতরা এই ঘটনা জানায় অতনুকে ৷

আরও পড়ুন : ডায়মন্ড হারবারের পর পাথরপ্রতিমা, ঘূর্ণিঝড় যশ কবলিত এলাকা পরিদর্শনে আসছেন অভিষেক

প্রথম দিকে সাধারণ মানুষের অভিযোগে কর্ণপাত করেননি আইসি অতনু সাঁতরা । দিনের পর দিন এই ঘটনা চলতে থাকায় তিনি সচেতন হোন ৷ এই ছকে যাতে কেউ না পা না দেন, সে সম্পর্কে প্রচারও শুরু করেন ৷

জয়নগর থানার আইসি-র নামে ফেক অ্যাকাউন্ট

সাধারণ মানুষের অভিযোগ পেয়ে সাইবারক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন আইসি । ইতিমধ্যে সাইবার ক্রাইম শাখার পুলিশ তদন্ত শুরু করেছে । ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হ্যাকারদের গ্রেফতার করা হবে এমনটাই জানিয়েছেন জয়নগর থানার আইসি । আর সাধারণ মানুষকে এই বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করেছেন ৷ প্রয়োজনে ভিডিয়ো চ্যাট করে তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.