ETV Bharat / state

Red alert in Coastal areas: ধেয়ে আসছে নিম্নচাপ, উপকূলে জারি লাল সতর্কতা

author img

By

Published : Aug 9, 2022, 1:27 PM IST

দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন পর্যটন কেন্দ্রে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে (Red alert in Coastal areas)। সেখানে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । বকখালি, নামখানা, ক্যানিং, গঙ্গাসাগরে ইতিমধ্যে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে (Depression over Bay of Bengal)।

Depression over Bay of Bengal, Red alert issued in Coastal areas of South 24 Parganas
ধেয়ে আসছে নিম্নচাপ, উপকূলে জারি লাল সতর্কতা

সাগর, 9 অগস্ট: ধেয়ে আসছে নিম্নচাপ (Depression over Bay of Bengal)। আর তার জেরে আগামী 9 থেকে 11 অগস্ট দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা । আবহাওয়া অফিস জানিয়েছে, তাতে বৃষ্টি হবে কমবেশি সর্বত্রই । তবে বেশি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চলে । তাই দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন পর্যটন কেন্দ্রে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে (Red alert in Coastal areas)। সেখানে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । দক্ষিণ 24 পরগনা উপকূল তীরবর্তী এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা । ইতিমধ্যেই বঙ্গোপসাগরে জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে ।

জেলায় জেলায় দুর্যোগ মোকাবিলায় বৈঠক চালাচ্ছে জেলা প্রশাসন । উপকূল তীরবর্তী এলাকাগুলিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে । আবহাওয়া নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অকারণে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিতে বলেছেন তিনি । নবান্নে বিশেষ কন্ট্রোল রুম চলছে 6 অগস্ট থেকে ।

আরও পড়ুন: নিম্নচাপ জের, রাজ্যে ফের বাড়তে চলেছে বৃষ্টিপাত

প্রয়োজনে বিপর্যয় মোকাবিলার সঙ্গে জড়িত আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ৷ এমনটাই খবর নবান্ন সূত্রে । সুন্দরবনবাসীদের আতঙ্কে ঘুম উড়েছে । একে নিম্নচাপ, তার ওপর পাল্লা দিয়ে বাড়বে ঝোড়ো হাওয়া । সঙ্গে পূর্ণিমার ভরা কোটাল ৷ সুন্দরবনবাসীদের দুশ্চিন্তা যে, পূর্ণিমার কোটাল ও নিম্নচাপের জেরে একাধিক নদীবাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে । ক্ষতিগ্রস্ত হবে চাষের জমি । জেলা সেচ দফতরের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় সুন্দরবনের নদীবাঁধ মেরামতির কাজ চালানো হচ্ছে । বকখালি, নামখানা, ক্যানিং, গঙ্গাসাগরে ইতিমধ্যে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে । দুর্ঘটনা এড়াতে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশে মাইকিং করার কাজ চালানো হচ্ছে । পর্যটকদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.