ETV Bharat / state

Maheshtala Double Murder Case: মহেশতলায় ঠাকুমা-নাতিকে খুনের জন্য 3.5 লক্ষ টাকার সুপারি দিয়েছিল মৃতার ভাই

author img

By

Published : May 26, 2023, 7:51 PM IST

Updated : May 26, 2023, 8:56 PM IST

murder
murder

মহেশতলায় ঠাকুমা ও নাতিকে খুনের জন্য 3.5 লক্ষ টাকার সুপারি দিয়েছিল মৃতার ভাই আশিস নস্কর । তাঁকে আজ গ্রেফতার করেছে পুলিশ ৷

মহেশতলা, 26 মে: মহেশতলায় ঠাকুমা ও নাতিকে হত্যার ঘটনায় এ বার মৃতার ভাইকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের নাম আশিস নস্কর । সম্পত্তিগত কারণকে কেন্দ্র করে হাতুড়ি দিয়ে তাঁদের মাথা থেতলে হত্যা করা হয় বলে অভিযোগ । তবে এই খুনের ঘটনায় মুর্শিদাবাদের এক রাজমিস্ত্রিকে সাড়ে তিন লক্ষ টাকার বিনিময়ে তিনি গোটা ঘটনার সুপারি দিয়েছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা ।

ইতিমধ্যেই খুনে ব্যবহৃত হাতুড়িটি উদ্ধার করেছেন তদন্তকারীরা । ঘটনার তদন্তে নেমে দক্ষিণ 24 পরগনার পুলিশ ঠাকুরপুকুর থানা এলাকা থেকে রাজমিস্ত্রি ইউসুফ শেখকে গ্রেফতার করে । তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরার পর পুলিশ জানতে পারে যে, তাঁকে সাড়ে তিন লক্ষ টাকার বিনিময়ে এই কাজ করতে বলেন মৃতার ভাই আশিস নস্কর । তাঁকে আজ আদালতে পেশ করা হলে 1 জুন পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।

গত 16 মে মহেশতলা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে সরকার পোলে জিনজিরা বাজার ফাঁড়ির 100 মিটারের মধ্যে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ঠাকুমা ও নাতির রক্তাক্ত দেহকে । পুলিশ সূত্রে খবর, দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ পুলিশ জানতে পারে যে, বাড়িতে মায়া মণ্ডল ও তাঁর নাতি সোনু মণ্ডলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে ঘরের মেঝেতে ৷ তাঁদের উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন । দেহ দুটি দেখে তদন্তকারীদের মনে হয়, মাথায় ভারী কোনও বস্তু দিয়ে একাধিকবার আঘাত করার পর মায়া মণ্ডল ও তাঁর নাতিকে হত্যা করা হয় ।

এই ঘটনায় তদন্তকারীরা মৃতার বৌদি বুবু নস্করের সঙ্গে কথা বলে জানতে পারেন যে, সম্পত্তিগত বিষয়ের কারণে এই খুন । এরপরেই তদন্তে নামে পুলিশ । অভিযোগ, মায়া মণ্ডলের স্বামী তারক মণ্ডলের ছেলে শেখরের দুটি বিবাহ । প্রথম স্ত্রী 2019 সালে তাঁকে ছেড়ে চলে যান ৷ এরপর তিনি দ্বিতীয় বিবাহ করেন এই 13 নম্বর ওয়ার্ড এলাকায় ৷ এরপরেই সম্পত্তিগত কারণে এই খুন করা হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা ।

পুলিশের প্রাথমিক অনুমান যে, ভারী কিছু বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে আর তার জেরে রক্তাক্ত অবস্থায় তাঁরা মেঝেয় লুটিয়ে পড়ে এবং প্রচুর রক্তক্ষরণের পরে তাঁদের মৃত্যু হয় ৷

আরও পড়ুন: বাড়িতে ঢুকে জমি বব্যসায়ী-সহ দু’জনকে কুপিয়ে খুন দুষ্কৃতীদের, তদন্তে সিট

Last Updated :May 26, 2023, 8:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.