ETV Bharat / state

Mamata to visit Gangasagar: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে, বুধবার পরিদর্শনে মমতা

author img

By

Published : Jan 2, 2023, 1:40 PM IST

গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) আগে প্রশাসনিক বৈঠক ও মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ আগামী 4 জানুয়ারি আসবেন তিনি ৷
ETV Bharat
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার গঙ্গাসাগর মেলা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

গঙ্গাসাগর, 2 জানুয়ারি: নতুন বছরে মুখ্যমন্ত্রীর সফরের আগে সেজে উঠছে গঙ্গাসাগর । সামনেই গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2023) ৷ তার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপে নতুন বছরের প্রথম সপ্তাহের শুরুর দিকেই আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) । তাই প্রস্তুতি চলছে জোরকদমে । বিভিন্ন দফতরের মন্ত্রীরা একাধিকবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেছেন । জেলা প্রশাসন মেলার কাজে যুক্ত সমস্ত দফতরের আধিকারিকদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন । মুখ্যমন্ত্রী আসার জন্য নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সোমবার হেলিকপ্টার ট্রায়াল চলছে ।

নতুন বছরের 4 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে আসবেন বলে নবান্ন সূত্রে খবর । গঙ্গাসাগর পৌঁছে মমতা প্রথমে মেলার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন (Gangasagar Mela preparations) । তারপর কপিলমুনির মন্দিরে পুজো দেবেন । এছাড়া, গঙ্গাসাগরে ডুমুরজলা স্টেডিয়ামের আদলে তৈরি নতুন হেলিপ্যাড ময়দানের উদ্বোধন করবেন । বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের আধিকারিক ও বিভিন্ন দফতরের মন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন তিনি (Mamata to visit Gangasagar) ।

আগামী 14 জানুয়ারি সাগরদ্বীপে পৌষ সংক্রান্তিতে পুণ্যস্নান সারবেন তীর্থযাত্রীরা । এবার কুম্ভমেলা না থাকায় গঙ্গাসাগরে রেকর্ডসংখ্যক ভিড় হবে বলে অনুমান রাজ্য ও জেলা প্রশাসনের । তাই এক মাস আগে থেকেই মেলা সংক্রান্ত বিষয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করে প্রশাসন । গত কয়েক মাসে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে সমুদ্রতটে ধস নেমেছিল । আর তাই নতুন করে সমুদ্রতট বানাতে হয়েছে । তীর্থযাত্রীদের থাকার জন্য 'বাফার জ়োন' তৈরির কাজ চলছে । মন্দিরে নতুন রঙের পলেপ পড়েছে । কচুবেড়িয়া বাসস্ট্যান্ড ও গঙ্গাসাগর বাসস্ট্যান্ড থেকে মেলাপ্রাঙ্গণ চত্বর 1 নম্বর থেকে 5 নম্বর রাস্তা পর্যন্ত আলোকসজ্জায় সেজে উঠেছে । আনুষ্ঠানিকভাবে 8-15 জানুয়ারি সাগরদ্বীপে চলবে গঙ্গাসাগর মেলা ।

মুখ্যমন্ত্রীর সফরের আগে সেচমন্ত্রী পার্থ ভৌমিক, জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীরা দফায় দফায় সাগরে এসেছেন । তাছাড়াও, সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা গত একমাস ধরে বার বার মেলার প্রস্তুতি খতিয়ে দেখেছেন । তাঁকে এই মেলা আয়োজনের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে । 27 ডিসেম্বর গঙ্গাসাগর মেলা অফিসে প্রস্তুতি নিয়ে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছে । মুখ্যমন্ত্রী আসার আগেই যাতে সাগরদ্বীপকে মেলার জন্য পুরোপুরি প্রস্তুত করে ফেলা যায়, সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে ।

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলাকে প্লাস্টিক মুক্ত ও পরিবেশবান্ধব করতে উদ্যোগী প্রশাসন

ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে এবার গঙ্গাসাগর মেলায় তুলে ধরা হবে রাজ্যের পাঁচটি মন্দির । অস্থায়ী কাঠামোর মাধ্যমে তুলে ধরা হচ্ছে রাজ্যের পাঁচটি ঐতিহ্যবাহী মন্দিরকে । অনেক পুণ্যার্থী গঙ্গাসাগর মেলায় এসে তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর, তারকেশ্বর ও জহুরা কালীবাড়ি দর্শনের সুযোগ পাবেন । অনলাইনে পুজোও দেখতে পাবেন ।সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশে মেলায় সব ধরনের বন্দোবস্ত করা হচ্ছে । নতুন করে সমুদ্রতট তৈরি করা হয়েছে । প্রস্তুতি প্রায় শেষের দিকে ।"

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলায় কড়া নজরদারি প্রশাসনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.