ETV Bharat / state

Panchayat Elections 2023: বাসন্তীতে উত্তেজনাপ্রবণ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

author img

By

Published : Jul 4, 2023, 6:41 PM IST

বাসন্তীতে হিংসার ঘটনা থামার নামই নিচ্ছে না ৷ রাজ্যপাল ফিরে আসার পর ফের সেখানে গুলি চলে ৷ তারই মাঝে উত্তেজনা প্রবণ এলাকায় টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ৷

Route march
কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

বাসন্তী, 4 জুলাই: শাসক বিরোধী সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা ৷ গুলিতে প্রাণ গিয়েছে অনেকের ৷ আক্রান্তও হয়েছেন শাসক-বিরোধী দুই পক্ষের কর্মী-সমর্থকরা ৷ এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচন যাতে নির্বিঘ্নে হয় তাই সোমবারই বাসন্তীতে এসে পৌঁছেছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । তাদেরকে মোতায়েন হয়েছে উত্তেজনা প্রবণ কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খেড়িয়াতে । বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গাগরামারি, মণ্ডলপাড়া, লস্করপাড়া, কলতলার মতো অতি স্পর্শকাতর এলাকাগুলিতে শুরু হয়েছে রুটমার্চ । সোমবার থেকেই এলাকায় এলাকায় টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে একাধিক রাজনৈতিক হিংসার ঘটনায় তপ্ত হয়ে উঠেছে বাসন্তী ব্লক । এমনকি গত শনিবার রাতে প্রাণ গিয়েছে জিয়ারুল মোল্লা নামে এক যুব তৃণমূল কংগ্রেস কর্মীর । সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোস পরিদর্শনে গিয়েছিলেন উত্তপ্ত বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়া ও ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতে । বিকালে তিনি ফিরে যেতেই কাঁঠালবেড়িয়ার বিভিন্ন এলাকায় বাসন্তী থানার পুলিশের উদ্যোগে শুরু হয় রুটমার্চ । এ দিন রুটমার্চের সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামবাসীদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আশ্বাস দেন, নিজের ভোট নিজেদের দিতে বলেন ৷

প্রসঙ্গত, সোমবার রাতে হিরন্ময়পুর এলাকাতে খগেন খাটুয়া নামে এক ব্যক্তির পায়ে গুলি লাগে । ঝড়খালি উপকূলীয় থানার নফরগঞ্জ এলাকার ঘটনা । ওই ব্যক্তি রাতে যখন মিটিং করে বাড়িতে ফিরছিলেন তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ । গুলি লাগে তাঁর পায়ের পিছনে । এরপর তাঁকে বাসন্তী হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য । প্রাথমিক চিকিৎসার পর বাসন্তী হাসপাতাল থেকে তাঁকে পাঠানো হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে । ঘটনায় অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । এর পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব না অন্য রাজনৈতিক দল যুক্ত তাও খতিয়ে দেখতে দেখছে পুলিশ ।

আরও পড়ুন: রাজ্যপাল ফিরতেই বাসন্তীতে গুলি, ফের জখম তৃণমূল কর্মী; অভিযুক্ত বিজেপি

উল্লেখ্য, সোমবার প্রায় সারাদিনই রাজ্যপাল সিভি আনন্দ বোস ছিলেন বাসন্তীর বিভিন্ন এলাকাতে । তিনি ঘুরে দেখেছেন স্পর্শকাতর বিভিন্ন জায়গা । কথা বলেছেন স্থানীয় মানুষজনের সঙ্গে । তবে রাজ্যপাল বাসন্তী থেকে বেরিয়ে যেতেই তার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গুলি চলে সেখানে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.