ETV Bharat / state

Police Guide Map: মুঠোফোনেই মণ্ডপ সম্পর্কিত তথ্য থেকে মহিলা নিরাপত্তা, কিউআর কোড-সহ গাইড ম্যাপ প্রকাশ পুলিশের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 3:45 PM IST

Police Guide Map
বারুইপুর পুলিশ জেলার পুলিশ

Guide Map with QR Code for Women Safety: পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল বারুইপুর পুলিশ জেলার পুলিশ ৷ ইভটিজ়িং ও যানজট থেকে বাঁচতে থাকছে কিউআর কোডের ব্যবস্থা ৷

কিউআর কোড-সহ গাইড ম্যাপ প্রকাশ বারুইপুর পুলিশের

বারুইপুর, 18 অক্টোবর: মণ্ডপ দর্শন থেকে শুরু করে নিজের নিরাপত্তা এবার আপনার মুঠোফোনে । এমনই অভিনব উদ্যোগ নিল দক্ষিণ 24 পরগনার বারুইপুর পুলিশ জেলার পুলিশ । বারুইপুর পুলিশ জেলার তরফে মঙ্গলবার পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে । এই গাইড ম্যাপে থাকছে একটি বিশেষ কিউআর কোড । এই কোড স্ক্যান করলেই বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত এলাকায় বিভিন্ন পুজো মণ্ডপগুলির দূরত্ব থেকে শুরু করে আরও যাবতীয় তথ্য পেয়ে যাবেন দর্শনার্থীরা । মহিলাদের সুরক্ষার কথা ভেবে এই অ্যাপে বিশেষ সুবিধা সংযোজন করা হয়েছে । কিউআর কোড স্ক্যান করে অ্যাপের মধ্যে লগ-ইন করতে হবে ৷ তারপর যদি আপনি বিপদ সংকেত পাঠান, তাহলে কয়েক মিনিটের মধ্যে আপনার লোকেশানে পৌঁছে যাবে কুইক রেসপন্স টিম ।

পুজোর মরশুমে রাত-বিরেতে ঠাকুর দেখতে বেরিয়ে যদি কেউ কোথাও বিপদের মধ্যে পড়েন, তখন পুলিশি সাহায্যও পাওয়া যাবে কিউআর কোড থেকে । কোথায় পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ রয়েছে, কোথায় থানা রয়েছে, সেই সব লোকেশনও দর্শনার্থীরা পেয়ে যাবেন পুজোর গাইড ম্যাপে । এর পাশাপাশি মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুজোর দিনগুলিতে রাস্তায় মোতায়েন করা থাকবে উইনার্স টিম । এছাড়াও মোতায়ন করার থাকবে সাদা পোশাকে মহিলা পুলিশ কর্মী ।

পুজোর মরশুমে ঠাকুর দেখতে বেরিয়ে মহিলাদের যাতে রাত-বিরেতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে তৎপর পুলিশ । এর জন্য পুজোর দিনগুলিতে ইভটিজ়িং ও যানজট রুখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে বারুইপুর পুলিশ জেলা । দিন-রাত রাস্তায় ডিউটিতে থাকবেন পুলিশকর্মীরা । টহলদারি চালাবে মহিলা পুলিশের বিশেষ টিমও । কলকাতা লাগোয়া এলাকাগুলিতে যাতে রাস্তাঘাটে কোনও যানজট তৈরি না হয়, তার জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে ওই জায়গাগুলিতে । এর পাশাপাশি রাস্তায় থাকবে প্রচুর স্বেচ্ছাসেবকও ।

আরও পড়ুন: পুরুলিয়ায় উদ্বোধন গাইড ম্যাপের, পুজোর বিকেলে শহরের রাস্তায় বন্ধ গাড়ি চলাচল

বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, "এবারের গাইড ম্যাপকে ডিজিটাল আকারে নিয়ে আসা হয়েছে । গাইড ম্যাপের মধ্যে থাকা কিউআর কোড স্ক্যান করলেই পুলিশের সহায়তা কেন্দ্র, হাসপাতাল, রেলওয়ে স্টেশন… কোথায় কোনটা আছে, সব তথ্য পেয়ে যাবেন দর্শনার্থীরা । পুজোর সময় সমাজ বিরোধীদের কিংবা ইভটিজারদের রুখতে এবার কড়া ব্য়বস্থা নিয়ে রাখছে পুলিশ প্রশাসন । সর্বক্ষণ রাস্তায় ঘুরবেন পুলিশের উইনার্স টিমের মহিলাকর্মীরা । কোথাও কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে জানানো হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.