ETV Bharat / state

India Book of Records: বালু-ভাস্কর্যে ‘সবচেয়ে বড়’ রবীন্দ্রনাথ, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম বকখালির পলাশের

author img

By

Published : Jul 28, 2023, 8:31 PM IST

India Book of Record ETV BHARAT
India Book of Records

Largest Sand Art of Rabindranath Tagore: ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিলেন দক্ষিণ 24 পরগনার বকখালির পলাশ দাশ ৷ বকখালির সৈকতে রবীন্দ্রনাথের সবচেয়ে বড় বালু-ভাস্কর্য তৈরি করেছিলেন তিনি ৷ তারই স্বীকৃতি পেলেন পশ্চিমবঙ্গ সরকারের ‘বাংলা সহায়তা’ কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটর ৷

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম বকখালির পলাশের

বকখালি, 28 জুলাই: রবীন্দ্র জয়ন্তীতে বালু-ভাস্কর্যের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের রূপ ফুটিয়ে তুলেছিলেন দক্ষিণ 24 পরগনার বকখালির পলাশ দাশ ৷ তাঁর সৃষ্টি সেই বালু-ভাস্কর্যকে স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ৷ পেশায় পশ্চিমবঙ্গ সরকারের ‘বাংলা সহায়তা’ কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটর তিনি ৷ তবে, ভালোবাসার জায়গা থেকে ছবি আঁকা, বালু-ভাস্কর্য এবং অন্যান্য কারুশিল্পের সঙ্গে যুক্ত তিনি ৷ এই বহুমুখী প্রতিভারই ফসল ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বালু-ভাস্কর্য ৷ কবিগুরুর সবচেয়ে বড় বালু-ভাস্কর্য হিসেবে সেটি পলাশ দাশের নামে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে জায়গা করে নিল ৷

পলাশ দাশ পেশাগতভাবে পশ্চিমবঙ্গ সরকারের ‘বাংলা সহায়তা’ কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করেন ৷ দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের বকখালির পাতি বুনিয়া গ্রামের বাসিন্দা তিনি ৷ কাজে বাইরে সময় বের করে পাতি বুনিয়া গ্রামের দক্ষিণ প্রান্তে অবস্থিত আদিবাসী সমাজের ছেলে-মেয়েদের বিনামূল্যে আঁকা শেখান ৷ তাঁদের নিয়েই বকখালির সৈকতে রবীন্দ্রনাথের বালু-ভাস্কর্য তৈরি করেছিলেন পলাশ ৷ এই শিল্প তাঁর খুদে ছাত্রছাত্রীদেরও শেখাচ্ছেন তিনি ৷ ছবি আঁকা ও বালু-ভাস্কর্যের পাশাপাশি, কাগজ ও থার্মোকলের কারুশিল্পের সঙ্গে যুক্ত ৷

পলাশ দাশ জানান, এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে তাঁর ক্লাব সদস্যদের ৷ যেখানে সবাই এই ধরনের নানা হস্তশিল্পের সঙ্গে জড়িত ৷ আর তাঁর কয়েকজন শিক্ষক বন্ধু রয়েছেন, যাঁরা পলাশ দাশকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তোলার ক্ষেত্রে সাহায্য করেছেন ৷ কয়েকদিন আগেই ইমেলের মাধ্যমে তাঁর সাফল্যের খবর পেয়েছিলেন ৷ সম্প্রতি সেই সাফল্যের সংশাপপত্র, পদক এবং অন্যান্য পুরস্কার হাতে পেয়েছেন পলাশ দাশ ৷

আরও পড়ুন: দুর্গাপুরের ছাত্রীর লেখা বই এখন বিশ্ববাজারে, মিলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি

তাঁর ইচ্ছে আগামী বছর বকখালির সৈকতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বড় কিছু করার ৷ বর্তমানে তারই প্রস্তুতি নিচ্ছেন পলাশ দাশ ৷ 23 জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে সেই ভাস্কর্য তৈরি করার ইচ্ছে রয়েছে তাঁর ৷ বকখালির মতো পশ্চিমবঙ্গে প্রত্যন্ত একটি অঞ্চলের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তুলতে পেরে খুশি বলে জানালেন পলাশ দাশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.