ETV Bharat / state

Bad Condition of School: ভগ্নপ্রায় স্কুল, পড়ুয়া-শিক্ষকদের প্রাণের ঝুঁকি নিয়েই চলছে ক্লাস

author img

By

Published : Jul 31, 2023, 9:30 PM IST

Etv Bharat
Etv Bharat

ভগ্ন ও জরাজীর্ণ অবস্থা স্কুল বাড়ির ৷ খসে পড়ছে দেওয়ালের প্লাস্টার ৷ দেওয়াল ও ছাদে ফাটল ৷ এমনই অবস্থা গঙ্গাসাগর ব্লকের কুন্ততলা জুনিয়র বেসিক স্কুলের ৷

ভগ্নপ্রায় স্কুলে প্রাণের ঝুঁকি নিয়েই চলছে ক্লাস

গঙ্গাসাগর, 30 জুলাই: দীর্ঘদিনের পুরনো গঙ্গাসাগর ব্লকের কুন্ততলা জুনিয়র বেসিক স্কুল ৷ এই স্কুলে 225 জন পড়ুয়া ও 6 জন শিক্ষক আছেন ৷ স্কুলের বর্তমান অবস্থা ভগ্ন ও জরাজীর্ণ ৷ ফাটল ধরেছে দেওয়াল-সহ ছাদে ৷ যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড় বিপদ ৷ আতঙ্কে রয়েছেন শিক্ষকরাও ৷ এই আশঙ্কাতে অভিভাবকরাও স্কুলে পাঠাতে চাইছেন না পড়ুয়াদের ৷

জানা গিয়েছে, 1939 সালে গড়ে উঠেছিল কুন্ততলা জুনিয়র বেসিক স্কুল ৷ পরবর্তীকালে 1942 সালে সরকারি অনুমোদন পায় স্কুলটি ৷ ইটের টুকরো দিয়ে ঢালাই করা হয় এই স্কুলের ছাদ ৷ পরবর্তীকালে সেই ঢালাইয়ের উপরেই গড়ে উঠেছে দোতলা ৷ অভিযোগ, আজ পর্যন্ত এই স্কুল সংস্কারের কোনও উদ্যোগ নেয়নি সরকার ৷ বর্তমানে সেই পুরানো ঘর থেকে খসে পড়ছে প্লাস্টার, দেওয়ালে ধরেছে ফাটল ৷ শিক্ষা দফতরকে বিষয়টি জানালেও কোনও ফল হয়নি ৷ যদি দ্রুত স্কুলের সংস্কার না হয় তবে সমস্যার মধ্যে পড়তে হবে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ৷

স্কুলটির রক্ষণাবেক্ষণের আরজি জানিয়ে ইতিমধ্যেই পড়ুয়াদের অভিভাবকরা প্রধান শিক্ষকের দ্বারস্থ হয়েছেন ৷ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত বেরা এই প্রসঙ্গে জানান, প্রশাসনকে একাধিকবার জানালেও কোনও কাজ হয়নি ৷ অনুদান না এলে স্কুল সংস্কার করা যাবে না ৷ শিক্ষা দফতরকেও বিষয়টি জানানো হয়েছে ৷ তাতেও কোনও সুরাহা হয়নি ৷ আর এর জেরে এখন কার্যত অনিশ্চয়তার মধ্যেই পড়াশোনা করতে হচ্ছে স্কুলটির পড়ুয়াদের ৷

আরও পড়ুন: তৃণমূলের শহিদ সমাবেশ, বহু স্কুলে ছুটি ঘোষণার সঙ্গে বদল সময়সূচিও

এই প্রসঙ্গেই মৌমিতা মাইতি নামে এক অভিভাবক বলেন, "স্কুলের যা অবস্থা, সন্তানকে স্কুলে পাঠাতে ভয় লাগে । বাচ্চাদের স্কুলে নিয়ে এসে আমরা বাইরে বসে থাকি । না জানি কখন কী বিপদ হয় ৷ বারবার স্কুলের স্যারদের স্কুল মেরামতির কথা বলেও কোনও লাভ হয়নি । স্কুলের যা অবস্থা যেকোনও মুহূর্তে বড় কোনও বিপদ হতে পারে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.