ETV Bharat / state

তোলাবাজির টাকা না পেয়ে মহিলা ও পরিবারের সদস্যদের মারধরে অভিযুক্ত তৃণমূল

author img

By

Published : Jan 8, 2021, 4:51 PM IST

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

তোলাবাজির টাকা না মেলায় একটি পরিবারকে ব্যপক মারধরের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল ক্লাবের বিরূদ্ধে ৷ এবিষয়ে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিত পরিবার ৷

নরেন্দ্রপুর, 8 জানুয়ারি : দক্ষিণ 24 পরগনায় বাড়ি করার জন্য একটি পরিবারকে বারবার টাকার চাপ দেওয়ার অভিযোগ । অভিযুক্ত স্থানীয় তৃণমূল সদস্য দ্বারা পরিচালিত একটি ক্লাব ৷ ক্লাবের নাম নবজাগরণ সংঘ ৷ সেই তোলার টাকা না দেওয়ায় ব্যাপক মারধরের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মী নারদ নস্কর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । ঘটনাটি নরেন্দ্রপুর থানার রাধানগর এলাকার । এবিষয়ে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ৷

পেশায় সিকিউরিটি গার্ড অরুণ ঘোষ ও তাঁর পরিবার বছর দেড়েক আগে আসে কামরাবাদ এলাকার রাধানগর উত্তরপাড়ায় ৷ থাকতেন একটি ছোটো টিনের বাড়িতে ৷ নির্যাতিত পরিবারের অভিযোগ, স্থানীয় নবজাগরণ সংঘের সদস্যরা বাড়ি করার সময় থেকেই দশ হাজার টাকার জন্য বারবার চাপ দেয় ৷ আর্থিক অনটনে টাকা দিতে না পারায় প্রথমদিন থেকেই পরিবারকে হুমকি দেওয়া হয় ৷ টাকা দিতে না পারায় জোর করে কেটে দেওয়া হয় পরিবারের ইলেকট্রিক লাইন ৷ এলাকা ছাড়ার হুমকিও দেওয়া হয় বারবার ৷ বাধা দিতে গেলে ব্যাপক মারধর করা হয় পরিবারের একজন মহিলা-সহ অন্য সদস্যদের ৷

যদিও ঘটনার কথা কার্যত অস্বীকার করে মূল অভিযুক্ত নারদ নস্কর ৷ বলেন, "বেআইনি ভাবে হুকিং করে ইলেকট্রিক চালাচ্ছিল ওই পরিবার । সে কারণেই ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হয় ৷" তিনি আরও বলেন, " মারধর বা টাকা চাওয়ার অভিযোগও মিথ্যে ৷"

এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন দক্ষিণ 24 পরগনা জেলার বিজেপি সহ সভাপতি বসন্ত শেঠিয়া । তিনি বলেন, "তৃণমূলের এটাই কালচার । যাওয়ার সময় এসব করে বেড়াচ্ছে । আমরা এসব কোনওরকম ভাবে মেনে নেব না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.