ETV Bharat / state

Land Occupying by MLA : বাড়ির পাশে সরকারি জমি দখলের অভিযোগ, কাঠগড়ায় প্রাক্তন মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা

author img

By

Published : May 30, 2022, 10:50 PM IST

সেচ দফতরের জমি দখলের অভিযোগ (Land Occupying by MLA) উঠল মগরাহাট পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে ৷ অভিযুক্ত বিধায়ক স্বীকারও করেন নিলেন অভিযোগ ৷ তারপর ...

south 24 pargana
বিধায়কের বাড়ি ও দখল করা জমি

মগরাহাট, 30 মে : বাড়ির পাশের খাল ও সরকারি জমি দখলের অভিযোগ উঠল দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে (Allegation of occupying government land against MLA) ৷ সরকারি জমি এভাবে দখলের অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন গ্রামবাসীরা । অবৈধভাবে খাল দখল ঘিরে বিধায়কের বিরুদ্ধে সরব বিরোধীরাও । কিন্তু স্বয়ং অভিযুক্ত বিধায়ক নির্বিকার ৷ তিনি বলছেন, "হ্যাঁ আমি সেচ দফতরের ওই জায়গা নিয়েছি ৷ তাঁদের সঙ্গে এই বিষয়ে আমার কথাও চলছে ৷"

উস্তি থানার বেশ কিছুটা দূরে বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার নিজের বাড়ি । সম্প্রতি বিধায়ক নিজের বাড়ির সামনে অবস্থিত কুড়ি শতক জায়গা কেনেন । গ্রামবাসী ও বিরোধীদের অভিযোগ বিধায়ক নিজের জায়গার পাশাপাশি সেখানে অবস্থিত সেচ দফতরের জায়গাও অবৈধভাবে দখল করে পাঁচিল দিয়েছেন ।

আরও পড়ুন : Govt Land Occupied : আদালতের নির্দেশের পরেও সরকারি জমি দখল করে নির্মাণ

এই ঘটনায় অভিযুক্ত বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে বলেন, "সেচ দফতরের জায়গায় সরকারি অফিস, দলীয় কার্যালয়-সহ এলাকার বাসিন্দারা দখল করে রয়েছে । আমি 10 শতক জায়গা দখল করেছি যাতে জায়গাটি সেচ দফতরের থেকে লিজে নিতে পারি তার জন্য আবেদনও করেছি ।"

অন্যদিকে, এই ঘটনার নিন্দা করে বিধায়কের বিরুদ্ধে সোচ্চার বিরোধীরা । ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক জেলা সহ-সভাপতি সুফল খাটু বলেন, "সারা পশ্চিমবঙ্গ জুড়েই সরকারি জমি দখল করছে তৃণমূল । উস্তিতে এবার সরকারি জমি দখল করার অভিযোগ উঠল এলাকার বিধায়কের বিরুদ্ধে । আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই । বিধায়কের দখল করা জমি পুনরুদ্ধার করুক প্রশাসন । অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিক দল । জমি দ্রুত পুনরুদ্ধার না করলে বৃহত্তর আন্দোলনে নামবে রাজ্য বিজেপি ।"

আরও পড়ুন : সরকারি জায়গা দখলের অভিযোগ শান্তিপুরে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.