ETV Bharat / city

Govt Land Occupied : আদালতের নির্দেশের পরেও সরকারি জমি দখল করে নির্মাণ

author img

By

Published : Mar 4, 2022, 10:25 PM IST

সরকারি জমির দেখাশোনার দায়িত্ব কার ? ভূমি ও ভূমি সংস্কার দফতরের মধ্যে এই বিবাদের সুযোগকে কাজে লাগিয়ে সরকারি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ মাফিয়াদের বিরুদ্ধে (Government Land Occupied by Mafia in Malda) ৷ চাঁচল সন্তোষপুরের ঘটনায় 8 জমি মাফিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কৃষি ও ভূমি সুরক্ষা কমিটি ৷

Government Land Occupied by Mafia in Malda
Government Land Occupied by Mafia in Malda

মালদা, 4 মার্চ : নথি বলছে, জমি সরকারি ৷ কিন্তু, জমির মালিক কে ? তা নিয়ে দুই দফতরের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে ৷ সেই সুযোগটাই নিয়েছে জমি মাফিয়ারা (Government Land Occupied by Mafia in Malda) ৷ ফলে সরকারি ওই জমিতে অবাধে চলছে নির্মাণ কাজ ৷ তৈরি করা হচ্ছে মার্কেট কমপ্লেক্স ৷ এমনকি সেই কাজে আদালতের স্থগিতাদেশ থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ ৷ এভাবেই দখল হয়ে যাচ্ছে সরকারি জমি (Government Land Occupied) ৷ ঘটনাটি ঘটেছে চাঁচলের সন্তোষপুরে ৷

সন্তোষপুর গ্রামটি চাঁচল 1নং ব্লকের মতিহারপুর গ্রামপঞ্চায়েতের অধীনে ৷ এখানেই খানপুর হুলাসপুর মৌজায় 1নং খাতিয়ানে রয়েছে প্রায় বত্রিশশো খাস জমি ৷ অর্থাৎ, জমির পরিমাণ প্রায় এক বিঘা ৷ অভিযোগ, এলাকার 8 জন মাফিয়া এই জমির উপর বেআইনিভাবে মার্কেট কমপ্লেক্স তৈরি করছে ৷ সেখানে দোকান বিক্রির জন্য অগ্রিম মোটা অঙ্কের টাকাও নেওয়া হচ্ছে বলে অভিযোগ ৷

এ নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানালেও কাজ না হওয়ায় চাঁচল মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছিলেন মতিহারপুর অঞ্চল কৃষি ও ভূমি সুরক্ষা কমিটির সম্পাদক রেজ্জাক আলি ৷ তিনি বলেন, “গ্রাম পঞ্চায়েত দফতরের দক্ষিণ দিকে এই সরকারি জায়গায় প্রায় 500 বছরের পুরনো একটি বিশাল বটগাছ ছিল ৷ হঠাৎ দেখি, কিছু মানুষ সেই গাছটি কেটে বিক্রি করে দিল ৷ তারা জানায়, ওই জায়গায় নাকি নতুন গাছ লাগানো হবে ৷ কিন্তু এর পর সেখানে ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়া হচ্ছে ৷ আমরা সংগঠনের সবাই সেখানে যাই ৷ তখন সেখানে নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছে ৷ আমরা তা নিয়ে প্রশ্ন করলে, আমাদের সঙ্গে খারাপ আচরণ করে ৷ এরা সবাই জমি মাফিয়া ৷

এ নিয়ে কৃষি ও ভূমি সুরক্ষা কমিটি আদালতের দ্বারস্থ হয় ৷ আদালত থেকে নির্মাণ কাজে স্থগিতাদেশ দেওয়া হয়েছে ৷ সেখানে নির্দেশ দেওয়া হয়েছে, চাঁচল থানার আইসিকে জমি রক্ষা করতে ব্যবস্থা নিতে হবে ৷ কিন্তু, আইসি কোনও ব্যবস্থা না নেওয়ায়, কৃষি ও ভূমি সুরক্ষা কমিটি ফের থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ৷ কারণ, ওই জমি মাফিয়ারা আমাদের খুনের হুমকি দিচ্ছে। কিন্তু তারপরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। সরকারি জমিতে নির্মাণ কাজ এখন শেষের দিকে।”

সরকারি জমিতে দিব্যি গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ

আরও পড়ুন : Bhabanipur Village Story : সেতুর আশায় মহানন্দা ও সুইয়ের মাঝে বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দারা

এ নিয়ে মামলাকারীদের আইনজীবী মহম্মদ খাইরুল এনাম বলেন, “ওই সরকারি জায়গায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে মতিহারপুর কৃষি ও ভূমি সুরক্ষা কমিটি চাঁচল মহকুমার সিনিয়র ডিভিশন সিভিল জজের আদালতে একটি মামলা করে ৷ সেই মামলার প্রেক্ষিতে বিচারক ওই জমিতে নির্মাণ কাজ বন্ধ রাখার আদেশ দিয়েছেন ৷ কিন্তু, তার পরেও হায়াতুর, মোশারফ, হুমায়ুন কবির, বাবুল হুসেন, আলাউদ্দিন, মাঞ্জারুল, রাসেদ আলি আর মনসুর আলি সেই জমিতে বহাল তবিয়তে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে ৷ এই আটজনের বিরুদ্ধেই মামলা করা হয়েছিল ৷ গত 20 ফেব্রুয়ারি আমার মক্কেল এ নিয়ে চাঁচল থানার আইসিকে লিখিতভাবে জানিয়েছেন ৷ কিন্তু, আইসি এখনও পর্যন্ত কাজ বন্ধ রাখতে কোনও পদক্ষেপ করেননি ৷’’

আরও পড়ুন : Malda Railway Station: পরিবেশবান্ধব হিসেবে সিলভার স্টেশনের মর্যাদা পেল মালদা টাউন

কিন্তু, এই সরকারি জমি দেখাশোনার দায়িত্ব কার ? তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতর এবং পঞ্চায়েত সমিতির মধ্যে ৷ চাঁচল 1নং ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক অরিজিৎ দাসের বক্তব্য, “ইতিমধ্যেই আমরা বিষয়টি নিয়ে তদন্ত করেছি ৷ তদন্ত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েও দিয়েছি ৷ তদন্তে দেখা গিয়েছে, ওই জায়গাটি সরকারি ৷ ভেস্ট ল্যান্ড রেজিস্টার অনুযায়ী ওই জমিটির দায়িত্ব পঞ্চায়েত সমিতিকে দেওয়া হয়েছে ৷ ওই জায়গাতে প্রতি মঙ্গলবার সন্তোষপুর হাট বসে বলেও রিপোর্টে উঠে এসেছে ৷ ওই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যও লিখিতভাবে জানিয়েছেন, 30 বছর ধরে ওই জায়গায় দৈনিক বাজার বসছে ৷ যেহেতু জমিটি নিয়ে মামলা চলছে, তাই জমিটি কার দায়িত্বে ? সেটাও আদালতই বলবে ৷’’

এ দিকে চাঁচল 1নং পঞ্চায়েত সমিতির সভাপতি ওবাইদুল্লা আহমেদ চৌধুরি বলছেন, “পিটিশন দেখে জানতে পারলাম ওখানে বত্রিশশো খাস জমি রয়েছে ৷ খাস জমি সবসময় রাজ্য সরকারের সম্পত্তি ৷ সেই জমি পঞ্চায়েত সমিতির এক্তিয়ারে থাকতে পারে না ৷ ওই জমিতে কী আছে ? কী হচ্ছে ? আমার কিছুই জানা নেই ৷ আমাকে অন্ধকারে রেখেই ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক রিপোর্ট করেছেন ৷ ওই জমি পঞ্চায়েত সমিতির এক্তিয়ারে থাকলে বিএল অ্যান্ড এলআরও আমাকে রিপোর্ট দিন ৷ আমি সেই অনুযায়ী ব্যবস্থা নেব ৷ গোটা ঘটনার সম্পূর্ণ দায় ব্লক ভূমি সংস্কার আধিকারিকের ৷ আদালত পঞ্চায়েত সমিতিকে নির্দেশ দিলে আমরা ওই নির্মাণ নিয়ে পদক্ষেপ করব ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.