ETV Bharat / state

Srabanti Chatterjee on TMC Dais: মমতাকে ধন্যবাদ জানিয়ে তৃণমূলের মঞ্চে শ্রাবন্তী

author img

By

Published : Nov 29, 2021, 7:27 PM IST

সোমবার বাসন্তীর মসজিদবাটিতে শাসকদলের এক অনুষ্ঠানে যোগ দেন শ্রাবন্তী ৷ মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান তিনি (Srabanti Chatterjee Thanks Mamata Banerjee) ৷

Srabanti Chatterjee
মমতাকে ধন্যবাদ জানিয়ে তৃণমূলের মঞ্চে শ্রাবন্তী

বাসন্তী, 29 নভেম্বর : 2021 রাজ্য বিধানসভা ভোটে বেহালা পশ্চিম কেন্দ্রে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়-এর বিরুদ্ধে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিল টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু নির্বাচনে পরাজিত হয়ে ইতিমধ্যেই বিজেপি সঙ্গ ত্যাগ করেছেন শ্রাবন্তী৷ ফলে বর্তমানে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছে ৷ এই নিয়ে জল্পনা যখন চলছে ঠিক তখনই তৃণমূলের মঞ্চে দেখা গেল এই অভিনেত্রীকে (Srabanti Chatterjee on TMC Dais) ৷

মমতাকে ধন্যবাদ জানিয়ে তৃণমূলের মঞ্চে শ্রাবন্তী

সোমবার বাসন্তীর মসজিদবাটিতে শাসকদলের এক অনুষ্ঠানে যোগ দেন শ্রাবন্তী ৷ মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান তিনি ৷ এদিন, তৃণমূলের ওই দলীয় সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের পাঁচ বিধায়ক৷ শওকত মোল্লা, পরেশরাম দাস, সুব্রত মণ্ডলদের উপস্থিতিতেই শ্রাবন্তী এদিন বলেন, “আমি বাংলার জন্য কাজ করতে চাই। বাংলারই মেয়ে আমি। মমতাদি’কে অনেক ধন্যবাদ । আপনাদের কাছে অনুরোধ, আমায় আপন করে নিন। আমি আপনাদের জন্যই কাজ করতে চাই ।”

আরও পড়ুন : TMC Working Committee Meeting : জাতীয়স্তরে বিজেপি বিরোধিতার রূপরেখা তৈরিতে বৈঠক তৃণমূলের

বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল এদিন শ্রাবন্তীকে 'তৃণমূলের লোক' বলেই দাবি করেছেন । তবে, শ্রাবন্তী সত্যিই তৃণমূলে দলে যোগ দিচ্ছেন কি না তা এখনও স্পষ্ট নয়। অভিনেত্রী নিজেও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.