ETV Bharat / state

হুমকি দিয়ে লাগাতার ধর্ষণে গর্ভবতী কিশোরী, গ্রেফতার প্রতিবেশী

author img

By

Published : Aug 1, 2021, 2:24 PM IST

দিনের পর দিন কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী ৷ নিজের মেয়েকে পড়ানোর নাম করে অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে বাবলু ঢালি নামে ওই ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ ৷ ঘটনাটি বেশ কয়েকমাস ধরে চলছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷ কিশোরী গর্ভবতী হয়ে পড়ায় বিষয়টি প্রকাশ্যে এসেছে ৷

a-minor-girl-raped-by-her-neighbor-in-baruipur-south-24-pargana-accused-arrested
লাগাতার ধর্ষণের জেরে গর্ভবতী নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী

বারুইপুর, 1 অগস্ট : নাবালিকাকে দিনের পর ধর্ষণে (Rape) অভিযুক্ত প্রতিবেশী ৷ দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ঘটনায় ছোট বোনকে খুনের হুমকি দিয়ে নির্যাতিতা কিশোরীকে মুখবন্ধ রাখতে বাধ্য করার অভিযোগও উঠেছে ৷ যে ঘটনায় নির্যাতিতা (Minor Girl) গর্ভবতী হয়ে পড়ায় বিষয়টি জানাজানি হয়েছে ৷ অভিযোগ, পেশায় গাড়ি চালক বাবলু ঢালি, তার ক্লাস থ্রি-তে পড়া মেয়েকে পড়ানোর জন্য অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে ৷ এর পর তার ছোট বোনকে খুনের হুমকি দেয় অভিযুক্ত বাবলু ৷ ফলে ভয়ে সে বাড়িতে কিছু জানায়নি ৷

পুলিশ সূত্রে খবর, বাবলু ঢালি এর পর প্রায়ই ওই কিশোরীকে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যেত তার মেয়েকে পড়ানোর নাম করে ৷ এভাবে দিনের পর দিন বাবলু তাকে ধর্ষণ করে বলে জানতে পেরেছে পুলিশ ৷ শনিবার মেয়ের অস্বাভাবিক শারীরিক পরিবর্তন নজরে পড়ে তার মা’র ৷ এর পরই তিনি মেয়েকে চেপে ধরেন ৷ তখনই ওই নির্যাতিতা কিশোরী মা’র কাছে পুরো বিষয়টি জানায় ৷ সঙ্গে এও জানায়, অভিযুক্ত বাবলু তার বোনকে খুনের হুমকি দিয়েছে ৷

আরও পড়ুন : দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার 1 বৃদ্ধ

এর পর ওই কিশোরীর মা পরিবারের সবাইকে বিষয়টি জানান ৷ সবাই মিলে বাবলু ঢালির বাড়িতে গিয়ে হামলা চালায় ৷ বাবলু ঢালিকে বাড়ি থেকে বের করে মারধর করা হয় ৷ বিষয়টি এলাকায় জানাজানি হতেই, অন্য প্রতিবেশীরা বাবলু ঢালিকে বিদ্যুতের খুঁটি-র সঙ্গে বেঁধে মারধর করে ৷ এর পর বারুইপুর থানায় খবর দেওয়া হলে, পুলিশ বাবলুকে উদ্ধার করে নিয়ে যায় ও গ্রেফতার করে ৷ ঘটনায় নির্যাতিতা কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ সে কতমাসের গর্ভবতী তা জানতে শারীরিক পরীক্ষা করানো হবে ৷ সেই মতো গর্ভপাত করানোর বিষয়ে আদালতের অনুমতি চাইবে পুলিশ ৷ তা না হলে কিশোরীর প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ অভিযুক্ত বাবলু ঢালির বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে ৷ পাশাপাশি মানসিক নির্যাতন এবং খুনের হুমকির মামলাও দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.