ETV Bharat / state

Magrahat Sexual Assault Case: নাবালিকা নিগ্রহ কাণ্ডে অভিযুক্তের বাড়ি ভাঙচুর, ফিল্মি কায়দায় 12 জনকে গ্রেফতার পুলিশের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 5:19 PM IST

Updated : Oct 11, 2023, 5:44 PM IST

মগরহাটে নাবালিকা নিগ্রহের ঘটনায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর ৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত বেশ কয়েকজন পুলিশকর্মী ৷ ঘটনায় গ্রেফতার হয়েছে 12 জন ৷

Etv Bharat
Etv Bharat

মগরাহাটে নাবালিকা নিগ্রহ কাণ্ডে অভিযুক্তের বাড়ি ভাঙচুর

মগরাহাট, 11 অক্টোবর: নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্তের বাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে উত্তপ্ত মগরাহাট ৷ গত বুধবারের নির্যাতনের ঘটনায় গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়ায় সেখানে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ রীতিমতো ফিল্মি কায়দায় পুলিশ মাইক হাতে দুষ্কৃতীদের বেরিয়ে আসতে বলে ৷ তারপরেই ভাঙচুরের ঘটনায় বেশ 12 জনকে গ্রফতার করেছে পুলিশ ৷ এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী ৷ মাইক হাতে পুলিশকে বলতে শোনা যায়, প্রশাসন ঘটনার পর পরই অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ শুধু তাই নয়, অভিযুক্তের যাতে আইন মেনে সর্বোচ্চ সাজা হয় সেই দিকেও নজর রাখছে ৷ সাধারণ মানুষকে প্রশাসনের উপর ভরসা রাখার কথা বলে পুলিশ ৷

ঘটনা প্রসঙ্গেই ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন কুমার দে বলেন, "মঙ্গলবার মগরাহাটের মধুসূদনপুরে একটি অশান্তির ঘটনা ঘটেছিল । অশান্তির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থালে উপস্থিত হয় মগরাহাট থানার পুলিশ ৷ এই ঘটনায় মোট 12 জনকে গ্রেফতার করে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে । ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজন পুলিশ আধিকারিকও আক্রান্ত হন ৷"

আরও পড়ুন: টাকা পাইয়ে দেওয়ার নামে যৌন নিগ্রহ ! মহিলার অভিযোগে ‘ক্লোজ’ পুলিশকর্তা

ঘটনার সূত্রপাত, গত সপ্তাহের বুধবার ৷ মগরাহাট থানা এলাকায় এক নাবালিকাকে খাবারের প্রলোভোন দেখিয়ে যৌন নিগ্রেহের ঘটনা ঘটে ৷ অভিযোগর তির স্থানীয় এক বৃদ্ধের দিকে ৷ ঘটনাটি জানাজানি হতেই পরিবারের পক্ষ থেকে মগরাহাট থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে মগরাহাট থানার পুলিশ । অভিযুক্তকে গ্রেফতারের পর বৃহস্পতিবার ডায়মন্ড হারবার আদালতে অভিযুক্তকে পেশ করে মগরাহাট থানার পুলিশ ৷ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ।

আরও পডু়ন: নাবালিকা পুত্রবধূকে বাড়িতে একা পেয়ে যৌন নির্যাতন ! পলাতক অভিযুক্ত শ্বশুর

Last Updated : Oct 11, 2023, 5:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.