ETV Bharat / state

River Erosion : ডায়মন্ড হারবারে হুগলি নদীতে ধস, নদী গর্ভে বিলীন 100 মিটার রাস্তা

author img

By

Published : Sep 2, 2022, 3:11 PM IST

কুলপি থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত নদীর পাড় বরাবর রাস্তা রয়েছে ৷ ওই রাস্তা দিয়েই সহজে যাতায়াত করেন এলাকার বাসিন্দারা ৷ সেই রাস্তায় শুক্রবার 100 মিটার অংশ নদী ভাঙনের (River Erosion) কবলে পড়ে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলপিতে (Kulpi) ৷

100 Meter Road Demolished due to River Erosion near Diamond Harbour
River Erosion : ডায়মন্ড হারবারে হুগলি নদীতে ধস, নদী গর্ভে বিলীন 100 মিটার রাস্তা

কুলপি, 2 সেপ্টেম্বর : নদী ভাঙনের (River Erosion) জেরে আতঙ্ক ছড়াল দক্ষিণ 24 পরগনার কুলপিতে (Kulpi) ৷ শুক্রবার সকালে স্থানীয় রামকিশোর অঞ্চলের হাঁড়া সুলতানপুরের গায়েন পাড়াতে ঘটনাটি ঘটেছে ৷ নদী ভাঙনের জেরে সংলগ্ন রাস্তা একেবারে ভেঙে গিয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি ৷ এর ফলে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল ৷ পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু করেছে প্রশাসন ৷ যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে ৷

স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, কুলপি থেকে ডায়মন্ড হারবার (Diamond Harbour) পর্যন্ত নদীর পাড় বরাবর ওই রাস্তা ৷ সহজে যাতায়াতের জন্য ওই রাস্তা স্থানীয় বাসিন্দাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ সেই রাস্তারই প্রায় 100 মিটারের মতো অংশ তলিয়ে গিয়েছে হুগলি নদীতে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন সেচ ও পূর্ত দফতরের আধিকারিকরা ৷ তাঁরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন ৷

ডায়মন্ড হারবারে হুগলি নদীতে ধস, নদী গর্ভে বিলীন 100 মিটার রাস্তা

যদিও এলাকাবাসীর অভিযোগ, এর আগেও নদী ভাঙনের কবলে পড়তে হয়েছিল তাঁদের ৷ এলাকায় বেশ কিছুটা অংশ প্লাবিত হয়েছিল ৷ তার পর প্রশাসনের কাছে বহুবার অভিযোগ করা হয়েছে ৷ কিন্তু কোনও লাভ হয়নি ৷ প্রশাসন নজর দিলে এই পরিস্থিতিতে পড়তে হত না ৷

আরও পড়ুন : ভোররাতে বাসন্তীতে হোগল নদীতে তলিয়ে গেল 10-12 বাড়ি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.