ETV Bharat / state

Didir Suraksha Kawach: পার্থ-অনুব্রতরা চুরি করেছেন, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে ? 'দিদির দূত' রবীন্দ্রনাথকে প্রশ্ন বাসিন্দাদের

author img

By

Published : Feb 3, 2023, 8:29 PM IST

Villagers counter Rabinadranath ETV Bharat
প্রশ্নের মুখে দিদির দূত রবীন্দ্রনাথ ঘোষ

পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলরা তো চুরি করেছেন ! লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে ? 'দিদির দূত' (Didir Doot) রবীন্দ্রনাথ ঘোষের (Rabindranath Ghosh) কাছে এমনই আশংকার কথা শোনালেন কোচবিহারের বাসিন্দারা ৷

প্রশ্নের মুখে দিদির দূত রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহার, 3 ফেব্রুয়ারি: লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে ! কারণ পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলরা টাকা চুরি করেছেন । গ্রামে গঞ্জে এই গুঞ্জন শুনে আশংকা তৈরি হয়েছে মনে ৷ কোচবিহার - 1 ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েতের দেওয়ানবস গ্রামে 'দিদির দুত' প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের (Rabindranath Ghosh) কাছে সেই আশংকার কথাই জানালেন বাসিন্দারা ৷

বাসিন্দাদের আশ্বস্ত করলেন দিদির দূত: শুক্রবার দেওয়ানবাস গ্রামে প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বসে কথা বলছিলেন (Didir Suraksha Kawach)। তখনই এক বাসিন্দা হঠাৎ কয়েকটা প্রশ্ন করেন ৷ তা শুনে হকচকিয়ে যান রবীন্দ্রনাথ ঘোষ । তিনি বলেন, "যাঁরা চুরি করেছে তাঁদের জেল হচ্ছে । আর লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে এটা কে বলেছে ? যাঁরা বলেছে তাঁর জ্যোতিষী নাকি ?" প্রাক্তন মন্ত্রী আরও বলেন, যাঁরা যে রকম করবেন, তেমন ফল ভোগ করবেন । এ জন্য আইন আছে । আইন আইনের পথে চলবে ।

নিশীথ প্রামাণিককে তোপ রবীন্দ্রনাথ ঘোষের: এই ঘটনা কি পঞ্চায়েত নির্বাচনে কোনও প্রভাব ফেলবে ? এই প্রশ্নের উত্তরে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "এর সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের কোনও সম্পর্ক নেই । কথায় আছে ন্যারা একবার বেলতলায় যায় । মানুষ দুবার বেলতলায় গিয়েছে । 2019 সালের লোকসভা নির্বাচনে জিতে মন্ত্রী হয়েছেন নিশীথ প্রামাণিক । তারপর থেকে আর দেখা নেই । গ্রামের মানুষ রাজ্য সরকারের দেওয়া সব সুযোগ সুবিধা পাচ্ছেন কি না সেটা দেখতে আসায় মানুষ জানালো সবাই রাজ্য সরকারের দেওয়া সব সুযোগ সুবিধা পাচ্ছেন । এঁদের ক্ষোভ বিক্ষোভ নেই ।"

আরও পড়ুন: 'দিদির দূত' হয়ে ময়দানে বাঁকুড়ার পৌরপ্রধান, কটাক্ষ বিজেপির

ক্ষোভের মুখে দিদির দূতেরা: রাজ্যজুড়ে দিদির দূতকে পেয়ে গ্রামের বাসিন্দারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন । তবে কোচবিহারে শাসকদলের নেতা মন্ত্রীদের তেমন ক্ষোভের মুখে পড়তে হয়নি । এর আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে কাছে পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে জবকার্ড নিয়ে নালিশ জানিয়েছিলেন বাসিন্দারা । তারপর রাস্তাঘাট ও পরিস্রুত পানীয় জল নিয়েও অভিযোগ ছিল বিভিন্ন এলাকায় । তবে শুক্রবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে আশংকার কথা শোনা গেল বাসিন্দাদের মধ্যে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.