ETV Bharat / state

Didir Suraksha Kawach: 'দিদির দূত' হয়ে ময়দানে বাঁকুড়ার পৌরপ্রধান, কটাক্ষ বিজেপির

author img

By

Published : Feb 1, 2023, 6:46 PM IST

Didir Suraksha Kawach
বাঁকুড়ার পৌরপ্রধান

'দিদির দূত' হয়ে নেতা থেকে মন্ত্রীরা ঘুরছেন পাড়ায় ৷ যাচ্ছেন বাড়ি বাড়ি ৷ বাঁকুড়া পৌরসভার চেয়ারপার্সন 'দিদির সুরক্ষাকবচ' (Didir Suraksha Kawach) কর্মসূচিতে এবার নামলেন ময়দানে ৷

দিদির দূত হয়ে ময়দানে বাঁকুড়ার পৌরপ্রধান

বাঁকুড়া, 1 ফেব্রুয়ারি: পঞ্চায়েত ভোটের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম রূপায়িত প্রকল্প হল 'দিদির সুরক্ষাকবচ' (Didir Suraksha Kawach) । নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতাকর্মী লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে ৷ মানুষের দরজায় দরজায় 'দিদির দূত' হিসেবে পৌঁছে যাচ্ছে । তৃণমূলের হেভিওয়েট থেকে শুরু করে নিচুস্তরের কর্মী সবাই এই প্রকল্পকে বাস্তবায়িত করতে মানুষের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছে । আজ বাঁকুড়া জেলার এক নম্বর ব্লকে 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচি ছিল ৷ সেখানে 'দিদির দূত' হিসেবে দেখা গেল তৃণমূল কংগ্রেসের কর্মীদের ৷ আর এর নেতৃত্ব দিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার । উপস্থিত ছিলেন বাঁকুড়া এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায়, জগদল্লা 2 গ্রাম পঞ্চায়েত প্রধান ছবি ঘোষ-সহ আরও অনেকে ।

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই কর্মসূচি করার পেছনে কারণ ভোট ব্যাংক ৷ তৃণমূলের ভোট ব্যাংকে যাতে ঘাটতি না থাকে তারই এক প্রয়াস এই কর্মসূচি ৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গ সরকারের রূপায়িত বিভিন্ন প্রকল্পগুলিকে মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য বলেই জানাচ্ছেন দলের নেতাকর্মীরা। এ দিন অলকা সেন মজুমদার বাঁকুড়া এক নম্বর ব্লকের পুয়াবাগানের পঞ্চবটি কালী মন্দিরে পুজো দেন ৷ তারপর বিরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করে জনসংযোগ কর্মসূচি শুরু করেন।

এদিন পৌরপ্রধানকে (Chairperson of Bankura Municipality) জনসংযোগ করার সময় দোকানে ঢুকে গৃহিনীর ভূমিকাও পালন করতে দেখা যায় ৷ মানুষের সমস্যা জানার শোনার পাশাপাশি তিনি লুচি ভাজতেও শুরু করে দেন । দলের কর্মী ও সমর্থকদের নিয়ে মানুষের দরজায় দরজায় গিয়ে জনসংযোগ কর্মসূচির পাশাপাশি এক অন্য ভূমিকায় দেখা গেল পৌরপ্রধানকে । তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "দলের নেত্রীর নির্দেশ মতো প্রকল্প নিয়ে আমরা মানুষের দরজায় দরজায় যাচ্ছি ৷ কেউ যদি কোন প্রকল্প থেকে বঞ্চিত থাকে, সেটির মূল্যায়ন করে সমাধান করার চেষ্টা করছি ৷ মানুষের সাড়া ভালো মিলছে ।"

অপরদিকে পৌরপ্রধানের এই প্রচারকে কটাক্ষ করেছে বিরোধী শিবির । বাঁকুড়া জেলার বিজেপির এক নম্বর নগর মণ্ডলের সভাপতি বিকাশ ঘোষ বলেন, "তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ তাই 'দিদির দূত' হয়ে বেরিয়ে পৌরপ্রধানকে লুচি ভাজতে হচ্ছে ৷ 'দিদির দূতেরা' গ্রামে গ্রামে গেলে মানুষ তার যোগ্য জবাবও দিয়ে দেবে ।"

আরও পড়ুন: 'হাতে চপ্পল নিয়ে দিদির দূতদের তাড়া করুন !' নিদান ভারতীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.