ETV Bharat / state

Udayan Guha:'এখনই শুধরে যান, নাহলে কড়া শাস্তি অপেক্ষা করছে', দলীয় নেতাদের হুঁশিয়ারি উদয়নের

author img

By

Published : Apr 9, 2023, 10:05 PM IST

পঞ্চায়েত ভোটের আগে দলীয় নেতাদের কড়া হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ৷ দল একজোট থাকলে ফল যে ভালো হবে সে কথাও রবিবারল মনে করিয়ে দিলেন তিনি ৷

Etv Bharat
উদয়ন গুহ

উদয়ন গুহর বক্তব্য

কোচবিহার, 9 এপ্রিল: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অন্য দল জেতা তো দূরের কথা, বিরোধীরা যদি প্রার্থী দেয় তার জন্য দায়ী থাকবেন দলের অঞ্চল সভাপতি, প্রধান ও এলাকার নেতারা । কোচবিহারের দলীয় নেতাদের এভাবেই সতর্ক করলেন তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । রবিবার দিনহাটার নয়ারহাটে দলীয় এক কর্মীসভায় তিনি বলেন,"এখনই শুধরে যান । নাহলে আপনার জন্য কড়া শাস্তি অপেক্ষা করছে ।"

এদিন নয়ারহাটে তৃণমূলের অঞ্চল সম্মেলনে বক্তব্য রাখেন উদয়ন গুহ ৷ এদিন তিনি আরও জানান, এলাকার সব নেতারা ঐক্যবদ্ধ লড়াই করলে কী হয় সেটা সবারই জানা । 2016 সালের বিধানসভা নির্বাচন ও পরবর্তীতে উপনির্বাচনে তৃণমূলের ফল ভালো হয়েছে । কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচন ও 2021 সালের বিধানসভা নির্বাচনে ফল ভালো হয়নি । কেন ভালো হয়নি সেটা সবাই জানে । অথচ তারপর বিধানসভা উপনির্বাচনে নয়ারহাটে তৃণমূলের ফল ভালো হয় ৷ এই গ্রাম পঞ্চায়েতে রেকর্ড ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী ৷

এদিন উদয়ন গুহ দলের একাংশকে হুঁশিয়ারি দিয়ে বলেন,"নিজেদের মধ্যে ঝামেলা মেটান । অনেক অনুনয় বিনয় করা হয়েছে । তারপরও যদি মনে হয় আপনি যেমন খুশি চলবেন তাহলে বলব আপনার জন্য কড়া শাস্তি অপেক্ষা করছে ।" এদিন বিরোধীদের বিরুদ্ধেও সরব হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ৷ তবে, দলের নেতা-কর্মী হোক বা বিরোধী দল, এভাবে হুঁশিয়ারির সুরে কথা বলা উদয়নের কাছে নতুন কিছু নয় ৷ এর আগে বহুবার এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি ৷

আরও পড়ুন: 'মানুষ আসবে মানুষ যাবে, চেতলায় নতুন ফিরহাদ তৈরি হবে', ববির মন্তব্যে জল্পনা

এমনকি কিছুদিন আগে তাঁর বাবা তথা প্রয়াত বাম নেতা কমল গুহের বিরুদ্ধে 'বিতর্কিত' মন্তব্য করে হইচই ফেলে দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । তারপর বিভিন্ন মিটিংয়ে কখনও দলের নেতাদের গোষ্ঠীকোন্দল বন্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি । আবার কখনও দলেরই নিচুতলার একাংশের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন । আবার কখনও পৃথক রাজ্যের দাবিদারদের হাঁটু ভাঙার হুঁশিয়ারি দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.