ETV Bharat / state

Udayan Guha on Panchayat: অভিষেকের ধমকে পঞ্চায়েতে বিরোধীদের মনোনয়ন নিয়ে অবস্থান বদল উদয়নের

author img

By

Published : Apr 11, 2023, 8:28 PM IST

Updated : Apr 14, 2023, 1:56 PM IST

Udayan Guha on Panchayat ETV BHARAT
Udayan Guha on Panchayat ETV BHARAT

তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এক ধমকে ভোল বদল উদয়ন গুহর ৷ পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন পেশ নিয়ে উলটো সুর তাঁর গলায় ৷

পঞ্চায়েতে বিরোধীদের মনোনয়ন পেশ নিয়ে সুর নরম উদয়নের

কোচবিহার, 11 এপ্রিল: 3 দিনের মাথায় 180 ডিগ্রি অবস্থান বদল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ৷ তিন দিন আগেই দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ঘোষণা করেছিলেন পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা কোনও আসনে প্রার্থী দিলে, দলের নেতারা দায়ী থাকবেন ৷ সেই অবস্থান বদলে আজ বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার আর্জি জানালেন তিনি ৷ তাঁর মন্তব্য, বিরোধীরা প্রার্থী দিতে পারলে, দেবে ৷ কিন্তু, তাঁর এই অবস্থান বদলের নেপথ্যে কারণ কী ? তৃণমূল সূত্রে খবর, ভার্চুয়াল দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধমক খেয়েছেন উদয়ন গুহ ৷

মঙ্গলবার কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন উদয়ন গুহ ৷ সেখানে তিনি জানান, বিরোধীরা যদি প্রার্থী দিতে পারে তাহলে দেবে ৷ তবে, তাঁর মতে ফরওয়ার্ড ব্লক, সিপিএম কিংবা বিজেপি সব আসনে প্রার্থী দিতে পারবে না ৷ কারণ, বিরোধীদের কাছে এত প্রার্থী দেওয়ার লোক নেই বলে মনে করেন তিনি ৷ তবুও, যদি প্রার্থী দিতে পারে, তাহলে খবুই ভালো বলে মন্তব্য উদয়নের ৷ তবে, তৃণমূল সূত্রে খবর উদয়নের এই ভোল বদলের কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

গতকাল তৃণমূলের ভার্চুয়াল বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোচবিহারের দুই শীর্ষনেতাকে ধমক দেন বলে জানা গিয়েছে ৷ প্রথমজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ৷ আর দ্বিতীয়জন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ৷ জানা গিয়েছে, উদয়ন গুহ-কে তাঁর মুখে লাগাম দিতে নির্দেশ দিয়েছেন অভিষেক ৷ সেই সঙ্গে দুই তৃণমূল নেতাকে অভিষেক প্রশ্ন করেন, কেন তাঁদের এলাকায় অন্যান্য জনপ্রতিনিধিরা ‘দিদির দূত’ কর্মসূচিতে অংশ নিতে পারবেন না ? এমনকি জেলা কমিটি কেন ঘোষণা করা হয়নি ? সেই নিয়েও দুই তৃণমূল নেতাকে একহাত নেন অভিষেক ৷ আর তার পরেই উদয়ন গুহ-র এই ভোল বদল ৷

আরও পড়ুন: 'এখনই শুধরে যান, নাহলে কড়া শাস্তি অপেক্ষা করছে', দলীয় নেতাদের হুঁশিয়ারি উদয়নের

মঙ্গলবার দুপুরে কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠকে বসেন শীর্ষ নেতারা ৷ বৈঠক শেষে তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘‘70 জনের জেলা কমিটি তৈরি করা হয়েছে ৷ সেই কমিটির তালিকা অনুমোদনের জন্য শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে ৷ সেখান থেকে অনুমোদন এলেই জেলা কমিটির ঘোষণা করা হবে ৷

Last Updated :Apr 14, 2023, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.