ETV Bharat / state

দিনহাটায় BJP কর্মীর বাড়িতে তৃণমূল কর্মীর দেহ, পিটিয়ে খুনের অভিযোগ

author img

By

Published : Jun 5, 2019, 9:44 PM IST

Updated : Jun 5, 2019, 11:29 PM IST

দিনহাটায় BJP কর্মীর বাড়ি থেকে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার। তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।

মৃত তৃণমূল কর্মী

দিনহাটা, 5 জুন : দিনহাটার পেটলা গ্রামে BJP কর্মীর বাড়ি থেকে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার । মৃত তৃণমূল কর্মীর নাম আজিজার রহমান। তাঁর দেহ BJP কর্মী বলে পরিচিত আজহার রহমানের বাড়ি থেকে উদ্ধার হয় ।

আজ সন্ধেয় তৃণমূল কর্মী আজিজার রহমান পেটলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়। এরপর BJP কর্মী আজহার রহমানের বাড়িতে নিয়ে গিয়ে তাকে সেখানে খুন করা হয় বলে অভিযোগ।

ভিডিয়োয় শুনুন

খবর পেয়ে ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ যায় এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তৃণমূল ব্লক সভাপতি নুর আলম হোসেন এর অভিযোগ BJP আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে BJPর কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, "তৃণমূল এর গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে।"

ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

রাজু বিশ্বাস,বারাসত:- ঈদের দুপুরে বজ্রাঘাতে মৃত্যু হল মা ও মেয়ের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শাসন থানার দাদপুর গ্রাম পঞ্চায়েতের বালিপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন তসলিমা বিবি(৫২) ও তাঁর মেয়ে সামসুনারা খাতুন(২১)৷আজ দুপুর থেকেই উত্তর ২৪ পরগনা সহ কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় শুরু হয় বজ্রপাত সহ মুষল ধারে বৃষ্টি। সেই সময় দাদপুরের বালিপুরের গৃহবধূ তসলিমা ও তাঁর মেয়ে সামসুনারা বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়েছিলেন। গরুকে যখন গোয়ালঘরে নিয়ে যাচ্ছিলেন তাঁরা,তখন আচমকাই বিকট শব্দ করে বজ্রপাত হয়। বজ্রপাতে সেখানেই মৃত্যু হয় মা ও মেয়ের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বালিপুর গ্রামে।অন‍্যদিকে, বৃষ্টির সময় আজ দুপুরে দত্তপুকুরের কদম্বগাছি রেলগেট সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় চারজন আহত হন। পুলিশ জানিয়েছে, তীব্র গতিতে যাওয়ার সময় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে উল্টো দিক আসা বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অপর বাইকটির।দুই বাইকের স‌ওয়ারি চারজন‌ই আহত হন।বাইকে থাকা কারোর মাথায় হেলমেট ছিলনা।আহত চারজন‌ই কদম্বগাছির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।এদের মধ্যে একজনের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
Last Updated : Jun 5, 2019, 11:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.