ETV Bharat / state

Agitation by TMC in Dinhata: নিশীথের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের

author img

By

Published : Feb 19, 2023, 12:57 PM IST

Updated : Feb 19, 2023, 1:12 PM IST

দিনহাটার ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বাড়ি ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের (TMC)। নির্ধারিত সময় অনুযায়ী রবিবার সকাল থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু করেছে ঘাসফুল শিবির। চলবে সারাদিন। রাজবংশী যুবক প্রেম কুমার বর্মনকে বিএসএফ জওয়ানরা গুলি করে খুন করেছিল বলে অভিযোগ, সেই খুনের প্রতিবাদে এদিন বিক্ষোভ তৃণমূলের।

Agitation by TMC in Dinhata
নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি

নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি

দিনহাটা, 19 ফেব্রুয়ারি: দিনহাটার গিতালদহে বিএসএফের গুলিতে নিহত হয়ছেন প্রেমকুমার বর্মন ৷ তাঁর মৃত্যুর প্রতিবাদে দিনহাটার ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি শুরু হল (TMC Protest in Front of Nisith Pramanik's House) ৷ কর্মসূচি ঘিরে সকাল থেকেই জোর ব্যস্ততা ভেটাগুড়িতে। কড়া পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ভেটাগুড়ি। ঘটনাস্থলে পৌছেছেন কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ, দিনহাটা পুলিশের এসডিপিও ত্রিদিব সরকার ও দিনহাটা থানার আইসি সুরজ থাপা-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

নিশীথের বাড়ির সামনের নিরাপত্তা সামালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে 25 হাজার তৃণমূল কর্মী-সমর্থকরা হাজির হওয়ার কথা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, "যেভাবে সীমান্তে বিএসএফ রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনকে খুন করেছে সেই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে এদিন দিনভর বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল থেকে দফায় দফায় কর্মীরা হাজির হবেন।

উল্লেখ্য, বিএসএফের গুলিতে গত 24 ডিসেম্বর প্রেম কুমার বর্মন নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায় দিনহাটা থানার অন্তর্গত গিতালদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্ত লাগোয়া ঘোষপাড়া গ্রামে। বিএসএফের দাবি, ওই যুবক গরু পাচারের সঙ্গে যুক্ত। সীমান্ত দিয়ে যখন বাংলাদেশে গরু পাচার করছিল সেসময় বিএসএফের সঙ্গে তাঁর ঝামেলা বাঁধে। বিএসএফের উপর হামলা চালালে বিএসএফও গুলি চালায়। তখনই তাঁর মৃত্যু হয়। যদিও মৃতের পরিবারের দাবি, এদিন সকালে তিনি জমিতে তামাক চাষ করতে গিয়েছিলেন। সে সময় বিএসএফ গুলি চালায়।

আরও পড়ুন: 'বিএসএফের কাজে আমরা খুশি', সীমান্তে গুলি প্রসঙ্গে মন্তব্য নিশীথের

সেই গুলিতে মৃত্যু হয় প্রেম কুমারের। এই ঘটনার পর গত 11 ফেব্রুয়ারি কোচবিহারের মাথাভাঙা কলেজ মাঠে সভা করতে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সভামঞ্চে বিএসএফের গুলিতে নিহত যুবক প্রেমকুমার বর্মনের পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। পরবর্তীতে কলকাতায় ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করবেন তৃণমূল কর্মীরা। আর তাই গণ্ডগোল এড়াতে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ভেটাগুড়িতে। তাই এদিন সকালে সেই কর্মসূচি শুরু হয় ৷

Last Updated : Feb 19, 2023, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.