ETV Bharat / state

TMC Protest Against BJP MLA: একশো দিনের কাজের টাকার দাবিতে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূলের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 7:43 PM IST

ETV Bharat
বিজেপি বিধায়ককে ঘিরে তৃণমূলের বিক্ষোভ

সম্প্রতি কেন্দ্রের কাছে রাজ্যের একশো দিনের কাজের বকেয়া পাওনার দাবিতে দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল ৷ এবার শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মনকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা ৷

কোচবিহার, 15 অক্টোবর: একশো দিনের টাকার দাবিতে শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মনকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ । রবিবার বিকেলে কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভার ছোট শালবাড়ির ছোটগদাইখোঁড়া এলাকায় শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন যখন একটি অনুষ্ঠানে বস্ত্রদান করছিলেন সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা এসে বিক্ষোভ দেখান ৷ একশো দিনের কাজ প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা বকেয়া অর্থ দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে এদিন এই বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা ৷

এদিন তৃণমূল কর্মীরা ওই বিক্ষোভ দেখাতে শুরু করার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায় । তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি বিধায়ক বরেন বর্মনের । পরে বিক্ষোভকারী তৃণমূল কর্মীরা বিধায়কের গাড়ির সামনে বসে পড়েন । যদিও শেষ পর্যন্ত কোনক্রমে বিধায়কের নিরাপত্তারক্ষীরা তাঁর গাড়ি বের করে নিয়ে যেতে সমর্থ হন ৷

এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিশ । ওই কর্মসূচি মাঝখানে বন্ধ করেই চলে আসতে হয় শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনকে । স্থানীয় বাসিন্দা ও তৃনমূল কর্মীরা জানান, 100 দিনের কাজ করিয়ে সাধারণ মানুষকে টাকা দিচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকার । তাদের দলের বিধায়ক এখানে এসে নাটক করছেন । তাই কেন টাকা দেওয়া হচ্ছে না, এটা জানতে চেয়ে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে ।

আরও পড়ুন: বিরোধীশূন্য বিধানসভাতেই সোমবার বিধায়কদের ভাতাবৃদ্ধির সংশোধনী বিল আসছে

এই বিষয়টি নিয়ে বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন বলেন, "এটা তৃণমূলের সংস্কৃতি। দুর্গাপুজো উপলক্ষ্যে কিছু মানুষকে এদিন বস্ত্র বিতরণ করতে গিয়েছিলাম । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঝামেলা করেছে ।" অন্যদিকে, কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, চক্রান্ত করে বিজেপি সরকার সাধারণ গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে । তাই সাধারণ মানুষ বিজেপি বিধায়ককে লক্ষ্য করে বিক্ষোভ দেখিয়েছে । উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে শীতলকুচি বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়ী হলেও পঞ্চায়েত নির্বাচনে এখানে তৃণমূল জয়ী হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.