ETV Bharat / state

Special Assembly session: বিরোধীশূন্য বিধানসভাতেই সোমবার বিধায়কদের ভাতাবৃদ্ধির সংশোধনী বিল আসছে

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 5:31 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে এর আগেই ঘোষণা করেছিলেন বিধায়কদের ভাতা বাড়বে ৷ সেই সংক্রান্ত সংশোধনী বিল সোমবার আসতে চলেছে বিধানসভায় ৷

ETV Bharat
বিধানসভা

কলকাতা, 15 অক্টোবর: রাজ্য সরকারের তরফে সোমবার বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন রাখা হয়েছে । তবে একদিনের এই অধিবেশনে উপস্থিত থাকছে না রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। একথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এবারের এই বিধানসভা অধিবেশন রাজ্য সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । জানা গিয়েছে, এক দিনের এই বিশেষ অধিবেশনে বিধায়কদের এবং মন্ত্রীদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আনা হবে।

তবে যেহেতু রাজ্যের প্রধান বিরোধী দল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তারা এই বিশেষ অধিবেশনে উপস্থিত থাকছে না, কাজেই এই অধিবেশন হতে চলেছে একরকম বিরোধীশূন্যভাবেই । এদিকে এই বিল সম্পর্কে বলতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন,"আমরা সোমবার দিন থাকব না । বিধায়করা সকলেই পুজোয় ব্যস্ত থাকবেন । আমাদের এই বিল নিয়ে কোনও আগ্রহ নেই । ওরা আনছে, ওরা ওদের মতোই পাশ করাবে ।"

যদিও এই নিয়ে পালটা জবাব দিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । তিনি বলেন,"ইদানিং সমস্ত ক্ষেত্রে বিরোধী দলকে দেখা যাচ্ছে বিধানসভার অধিবেশন এড়িয়ে যেতে এমনটা কাঙ্খিত নয় । সোমবারের অধিবেশনের সঙ্গে বিধায়কদের স্বার্থ জড়িয়ে রয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ অধিবেশনে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন ৷ তিনি চান পুজোর আগেই তা লাগু হোক । এই ভাতা বৃদ্ধির সুবিধা শাসক থেকে বিরোধী সকলেই পাবেন । সে ক্ষেত্রে অধিবেশনে যোগ না দেওয়া কীভাবে গ্রহণযোগ্য হতে পারে ।"

আরও পড়ুন: রাজ্যের শীর্ষস্থানীয় ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ-নির্যাতনের মারাত্মক অভিযোগ, কাকে ইঙ্গিত কুণালের ?

যদিও গোটা বিষয়টিতে শাসকের ভূমিকার সমালোচনা করেছেন প্রধান বিরোধী রাজনৈতিক দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা । তিনি বলেন,"আদতে সরকার পক্ষ চায় না বিরোধীরা আসুক । আর তাই একদম শেষ মুহূর্তে আমাদের খবর দেওয়া হয়েছে । সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বিরোধী দলনেতা ।" তবে শুধু বিরোধী দলই নয় এই অধিবেশনে হাজির থাকতে পারবেন না খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও । পায়ের চোটের জন্য গৃহবন্দী তিনি । প্রতিদিন বিকেলেই কালীঘাটের বাড়ি থেকে পুজো উদ্বোধন করছেন তিনি । আগামিকালও পুজো উদ্বোধন রয়েছে । তবে যতদূর জানা যাচ্ছে বিধানসভায় তার আসার কোনও কর্মসূচি এখনও পর্যন্ত নেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.