ETV Bharat / state

কোভিড আবহে ভক্ত ছাড়াই 108 কলসের জলে স্নানযাত্রা মদনমোহনের

author img

By

Published : Jun 24, 2021, 8:20 PM IST

snanyatra of madan mohon organised at coochbihar
কোভিড আবহে ভক্ত ছাড়াই 108 কলসের জলে স্নানযাত্রা মদনমোহনের

কোভিড আবহে কোনও ভক্ত ছাড়াই 108 কলসের জলে স্নানযাত্রা অনুষ্ঠিত হল কোচবিহারের মদনমোহনের (Cochbihar Madan mohon) ৷ নিয়ম করে পালন করা হয়েছে সব ধর্মীয় আচার ৷

কোচবিহার, 24 জুন : কোভিড আবহে ভক্তবৃন্দ ছাড়াই কোচবিহার রাজাদের আরাধ্য দেবতা মদনমোহনের স্নানযাত্রা অনুষ্ঠিত হল । কোচবিহারের মদনমোহন (Cochbihar Madan mohon) বাড়িতে 108টি কলসের জল দিয়ে বিগ্রহকে স্নান করানো হয় ।

করোনা আবহে আড়ম্বর না-থাকলেও নিষ্ঠার সঙ্গে পালিত হল ধর্মীয় এই আচার ৷ রাজ পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, "প্রতিবছর স্নানযাত্রা অনুষ্ঠানে ভক্তরা হাজির হলেও করোনার কারণে এ বার মদনমোহন মন্দিরের মূল প্রবেশদ্বার বন্ধ রয়েছে । তবে নিয়ম মেনে এ দিন স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে । কোচবিহারের রাজাদের আরাধ্য দেবতা মদনমোহন । যে কোনও শুভ কাজেই কোচবিহারের বাসিন্দারা মদনমোহনকে পুজো দিয়ে শুভ কাজ শুরু করেন । সামনেই রথযাত্রা ৷ তার আগে এ দিন কোচবিহারের মদনমোহন বাড়িতে মদনমোহন স্নানযাত্রা অনুষ্ঠিত হল ।"

আরও পড়ুন: কথা রাখলেন মমতা, 30 জুন থেকে ক্রেডিট কার্ডে 10 লাখ ঋণ পাবে পড়ুয়ারা

মূল মন্দিরের বারান্দায় ডাবের জল, নদীর জল, সমুদ্রের জল-সহ 108 কলস জল দিয়ে স্নান করানো হয় মদনমোহনকে । পরে বিশেষ পুজোও অনুষ্ঠিত হয় । কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে, বিধিনিষেধ মেনে এ দিনের অনুষ্ঠানে কোনও ভক্তকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি ৷ ভক্তবৃন্দ ছাড়াই স্নানযাত্রা অনুষ্ঠিত হল মদনমোহনের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.