ETV Bharat / state

Udayan Guha in Dinhata: দলীয় কর্মীদের পিঠের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রী উদয়নের

author img

By

Published : Apr 21, 2023, 3:13 PM IST

Udayan Guha
উদয়ন গুহ

পঞ্চায়েত নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ তার আগে ফের বিতর্কিত মন্তব্য করলেন মন্ত্রী উদয়ন গুহ ৷ এদিকে শোনা যাচ্ছে, তৃণমূলের একাংশ নির্দল প্রার্থী হিসেবে লড়ার প্রস্তুতি নিচ্ছে ৷ তাঁদের পিঠের চামড়া বাঁচানোর পরামর্শ দিলেন তৃণমূল বিধায়ক ৷

দিনহাটায় তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী উদয়ন গুহ

কোচবিহার, 21 এপ্রিল: আসছে পঞ্চায়েত ভোট ৷ তার আগে মন্ত্রী জানালেন, নির্দল হয়ে দাঁড়ালে পিঠের চামড়া থাকবে না ৷ রীতিমতো হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ৷ বৃহস্পতিবার দিনহাটার নয়ারহাটে বক্তৃতা দিচ্ছিলেন তিনি ৷ সেখানে দলের কর্মীদের একাংশের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি শুনছি, কোথাও কোথাও কেউ কেউ তৃণমূল বাঁচাও কমিটি করে নির্দল প্রার্থী দিয়ে লড়াই করবে ৷ আমি তাঁদের বলি, অনেক হয়েছে বন্ধু ৷ এবার ওই তৃণমূল বাঁচাও কমিটি করবার আগে নিজের পিঠের চামড়া বাঁচাও কমিটি তৈরি করুন ৷"

মন্ত্রী আরও বলেন, "কারণ তৃণমূল থেকে তৃণমূলের খেয়ে এমনটা করতে চাইলে কাউকে ছেড়ে কথা বলা হবে না ৷" মন্ত্রীর এই হুঁশিয়ারি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে দলের অন্দরে ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় পঞ্চায়েতের তিনটি স্তরে একাধিক দাবিদার উঠে আসায় বহু বুথে নির্দল প্রার্থী দাঁড়ানোর সম্ভবনা রয়েছে ৷

আর এই নিয়ে তলে তলে প্রস্তুতি নিতে শুরু করেছেন তৃণমূলেরই একাংশ ৷ এই পূর্বাভাস পেয়ে বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ হুঁশিয়ারি দেন ৷ তিনি বলেন, "পঞ্চায়েতে প্রার্থী হতে না পারলে নাকি তৃণমূল বাঁচাও কমিটির নাম করে নির্দল হয়ে লড়ার কথা বলে বেড়াচ্ছেন ৷ যদি মনে করেন দলে থেকে দলের সর্বনাশ করবেন, দলকে দুর্বল করবেন, তাহলে মনে রাখবেন এটা 2018 সাল নয় ৷ এটা 2023 সাল ৷ সেইভাবে পথ চলবেন ৷"

তৃণমূল বিধায়ক দলের সদস্যদের উদ্দেশ্যে বলেন, "এখানে দলে থাকলে সম্মান পাবেন ৷ দলে থাকলে ইজ্জত পাবেন ৷ দলে থাকলে মর্যাদা পাবেন ৷ কিন্তু দলের খেয়ে, দলেরটা নিয়ে দলের ক্ষতি করবার চেষ্টা করলে আপনাকেও কেউ ছেড়ে কথা বলবে না ৷ এই কথাটা মাথায় রেখে এলাকায় এলাকায় কথা বলবেন ৷" প্রকাশ্য কর্মিসভায় তৃণমূলের নেতাদের এমন হুঁশিয়ারির ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি ৷ বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বলেন, "ভালো মানুষ তৃণমূলে প্রার্থী হবে না ৷ চোর গুণ্ডারা প্রার্থী হতে চাইবে ৷ তাই মন্ত্রী আগেভাগেই হুঁশিয়ারি দিচ্ছেন ৷"

আরও পড়ুন: অভিষেকের ধমকে পঞ্চায়েতে বিরোধীদের মনোনয়ন নিয়ে অবস্থান বদল উদয়নের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.