ETV Bharat / state

Paresh Adhikary: মন্ত্রিত্ব গেলেও তিনিই বিধায়ক, কর্মীদের আশ্বস্ত করলেন পরেশ

author img

By

Published : Aug 4, 2022, 9:26 PM IST

Paresh Adhikary News
মন্ত্রিত্ব গিয়েছে কিন্তু বিধায়ক পদ আছে, কর্মীদের আশ্বস্ত করলেন পরেশ

2026 সাল পর্যন্ত আমিই বিধায়ক ৷ কোনও চিন্তা করবেন না । মেখলিগঞ্জের সভায় বললেন পরেশ চন্দ্র আধিকারী (Minister post Gone but MLA Post is there Paresh Adhikary Assured Workers) ৷

কোচবিহার, 4 অগস্ট: বুধবার রাজ্যের মন্ত্রিসভা থেকে সরানো হয়েছে পরেশ চন্দ্র আধিকারীকে ৷ মন্ত্রিসভা থেকে ছাঁটাইয়ের পরে বৃহস্পতিবার মেখলিগঞ্জ শহরে দলের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে সাংগাঠনিক বৈঠক করলেন পরেশ চন্দ্র আধিকারী (Minister post Gone but MLA Post is there Paresh Adhikary Assured Workers) ৷

এদিন বৈঠকে পরেশ চন্দ্র কর্মীদের উদ্দেশ্যে বলেন, "2026 সাল পর্যন্ত আমিই বিধায়ক ৷ কোনও চিন্তা করবেন না ।" এদিন মেখলিগঞ্জ শহরের নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল ক্লাবে অনুষ্ঠিত কর্মিসভা থেকে এই বার্তা দিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী । বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মেখলিগঞ্জ ব্লক সভাপতি উদয় রায়, তৃণমূল কংগ্রেসের মেখলিগঞ্জ শহর সভাপতি বিষ্ণুপদ ঘোষ, মহিলা সংগঠনের নেত্রী সোমা ভৌমিক, যুব তৃণমূল কংগ্রেসের মেখলিগঞ্জ ব্লক সভাপতি সাহিন আলি সরকার এবং কর্মী-সমর্থকরা ।

আরও পড়ুন: মেখলিগঞ্জে মন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে ইডি'র হানা

এদিনের বৈঠকে সাংগঠনিক বিষয়ে বক্তব্য রাখেন পরেশ অধিকারী এবং ব্লক সভাপতি উদয় রায় । এদিন বৈঠকে তৃণমূল-কর্মীদের উদ্দেশ্যে পরেশ চন্দ্র অধিকারী বলেন, "আমার বিধায়ক পদ যায়নি । 2026 সাল পর্যন্ত আমিই বিধায়ক । গোটা জেলাতেই দলের পদ পরিবর্তন হয়েছে ।"

প্রসঙ্গত, বুধবার মন্ত্রিসভা থেকে ছাটাইয়ের পরে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বেশকিছু কর্মীদের মধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে যে দলে নেতৃত্ব কে দেবেন ! এদিকে মন্ত্রিত্ব চলে যাওয়ায় সাধুবাদ জানিয়েছেন অনেকেই ৷ এদিন বৈঠক শেষে পরেশ চন্দ্র অধিকারী জানান, আজকে কর্মী-সমর্থকদের আগামিদিনের কর্মসূচির বার্তা দিতেই এই বৈঠক করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.