ETV Bharat / state

Partha Pratim Roy: পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে লিফলেট কোচবিহার শহরে

author img

By

Published : Dec 30, 2022, 7:23 PM IST

Partha Pratim Roy ETV BHARAT FILE IMAGE
পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

চাকরি দেওয়ার নামে শারীরিক সম্পর্ক এবং টাকা নিয়ে প্রতারণার অভিযোগ (Charges of Cheating Against TMC Leader Partha Pratim Roy) ৷ কোচবিহার তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে ৷

কোচবিহার, 30 ডিসেম্বর: কোচবিহারের প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে প্রতারণা এবং ধর্ষণের অভিযোগ (Charges of Cheating Against TMC Leader Partha Pratim Roy) ৷ পার্থপ্রতিমের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে রাস্তায় লিফলেট পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ শুক্রবার সকালে কোচবিহার শহরের নিউটাউন মোড়, স্টেশন মোড়, আমতলা এবং মরাপড়া-সহ শহরের একাধিক জায়গা লিফলেটে পড়ে রয়েছে তাঁর নাম ।

জানা গিয়েছে, লিফলেটে কোচবিহারের প্রাক্তন তৃণমূল সভাপতির বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ করা হয়েছে ৷ উল্লেখ্য ওই পোস্টারে, পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নামে একাধিক যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করার অভিযোগ উঠেছে ৷ তবে, এই গুরুতর অভিযোগের ভিত্তিতে কোনও প্রমাণ অভিযোগকারী বা অভিযোগকারীদের কাছে আছে কি না, তা উল্লেখ করা হয়নি ৷ এমনকি কারা এই লিফলেটগুলি ছাপিয়েছে তাও জানা যায়নি ৷

পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে চাকরির দেওয়ার নামে টাকা নেওয়ারও অভিযোগ করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, পার্থপ্রতিম রায় এনবিএসটিসি-র চেয়ারম্যান থাকাকালীন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় চাকরি দেওয়ার নাম করে বহু শিক্ষিত যুবক-যুবতীদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলে আত্মসাৎ করেছেন ৷ এমনকি, প্রাথমিক ও হাইস্কুলের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও টাকা তুলেছেন ৷ যদিও, কোনও অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ আছে কিনা, তা উল্লেখ করা হয়নি ৷ বরং, এর বিচার না হলে প্রার্থপ্রতিমের বাড়ির সামনে বিক্ষোভ ও ধরনা দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: আবাস যোজনায় নাম তৃণমূল নেতার পরিবারের, বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

পুরো বিষয়টিকেই বিরোধী বিজেপির চক্রান্ত বলে দাবি করেছে কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্যই এই কৌশল বলে পালটা অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব ৷ যদিও, পার্থপ্রতিম রায় এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ প্রসঙ্গত, চলতি মাসে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণী পোদ্দারের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে রাস্তায় লিফলেট ফেলে রাখা হয়েছিল ৷

বিজেপির তরফে বিধায়ক মালতি রাভা রায় পালটা দাবি করেছেন, পুরোটাই সাধারণ মানুষের ক্ষোভের ফল ৷ এর পিছনে বিজেপির কোনও হাত নেই ৷ তিনি পালটা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.