ETV Bharat / state

KLO Chief Praises Nisith: 'নিশীথ প্রামাণিক আমাদের জাতির গর্ব', বিজেপির সমর্থনে ভিডিয়ো জীবন সিংয়ের !

author img

By

Published : Jul 2, 2023, 7:53 PM IST

KLO Chief Praises Nisith ETV BHARAT
KLO Chief Praises Nisith

বিজেপির সমর্থনে ভিডিয়ো প্রকাশ করলেন কেএলও জঙ্গি গোষ্ঠীর প্রধান জীবন সিং ৷ যেখানে নিশীথ প্রামাণিকের প্রশংসা করতে শোনা গেল এই জঙ্গিনেতাকে ৷ যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর ৷

ভিডিয়ো বার্তায় নিশীথ প্রামাণিক এবং অন্যান্য বিজেপি নেতাদের প্রশংসা জীবন সিংয়ের

কোচবিহার, 2 জুলাই: আবারও কেএলও জঙ্গি প্রধান জীবন সিংয়ের ভিডিয়ো প্রকাশ হল ৷ এবার সেই ভিডিয়োতে নিশীথ প্রামাণিক, জন বার্লা এবং অনন্ত মহারাজদের প্রশংসা শোনা গেল কেএলও জঙ্গিগোষ্ঠীর প্রধানের মুখে ৷ সেই ভিডিয়োতে ওই জঙ্গিনেতা দাবি করেছেন, তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিশীথ প্রামাণিককে খুনের চেষ্টা করছে ৷ আর সেটা হলে আগামিদিনে জন বারলা এবং অনন্ত মহারাজদেরও হত্যা করা হতে পারে ৷ নিশীথকে কোচ জনজাতির গর্ব বলে দাবি করেছে জীবন সিং ৷ আর তাই পঞ্চায়েতে তৃণমূলকে ভোট না-দেওয়ার বার্তা তাঁর ৷

গত 30 জুন কেএলও জঙ্গি প্রধান জীবন সিংয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল ৷ সেখানে পঞ্চায়েত নির্বাচনে কোচ জনজাতিকে তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিতে শোনা গিয়েছিল জীবন সিংকে ৷ আর এদিন সরাসরি বিজেপিকে সমর্থন করতে শোনা গেল তাঁকে ৷ কোচ জনজাতির উদ্দেশ্যে জীবন সিং বলেন, ‘‘তৃণমূলকে পঞ্চায়েতে ভোট দেওয়ার অর্থ, আমাকে হত্যায় সমর্থন করা ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে হত্যা করতে চান ৷ মমতা দিদি আমাদের জাতি-মাটির শত্রু ৷’’

উল্লেখ্য, জীবন সিংয়ের আগের ভিডিয়ো বার্তাকে কটাক্ষ করে কোচবিহারে তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেছিলেন, ‘‘বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়ছেন জীবন সিং ৷’’ সেদিন তাঁর সেই অভিযোগকে খারিজ করে দিয়েছিলেন কোচবিহারের জেলা সভাপতি সুকুমার রায় ৷ কিন্তু, দ্বিতীয় দফায় প্রকাশিত ভিডিয়ো বার্তায় সরাসরি নিশীথ প্রামাণিক-সহ অন্যান্য বিজেপি নেতাদের প্রশংসা শোনা গেল কেএলও জঙ্গি নেতার মুখে ৷ যা নিয়ে ফের একবার শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর ৷

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে মমতাকে সরাসরি হুমকি কেএলও প্রধানের

উত্তরবঙ্গের রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলেছে, তবে কি সত্যিই বিজেপির মদতে ফের মাথাচারা দিচ্ছেন জীবন সিং ? পঞ্চায়েতের আবহে কোচবিহার, জলপাইগুড়ি জেলায় আদিবাসী ভোটকে নিজেদের দিকে নিতে এটা বিজেপির একটা নতুন কৌশল ? উল্লেখ্য, আগামী বছর লোকসভা নির্বাচন ৷ যেখানে উত্তরবঙ্গে বিজেপির সংগঠন যথেষ্ট শক্তিশালী ৷ আসানসোল বাদে লোকসভায় পুরো উত্তরবঙ্গটাই এই মুহূর্তে বিজেপির দখলে ৷ সেখানে কামতাপুরি বা গ্রেটার কোচবিহার ইস্যুকে ফের একবার চাঙ্গা করে রাজনৈতিক সুবিধা করতে চাইছে বিজেপি ? এমন একাধিক প্রশ্ন উঠছে রাজ্য-রাজনীতির অলিন্দে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.