ETV Bharat / state

Panchayat Elections 2023: কোচবিহারে নির্দল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি, চলল ভাঙচুর

author img

By

Published : Jun 24, 2023, 7:36 PM IST

দিনহাটার পুঁটিমারিতে চলল গুলি । ভাঙচুর করা হল নির্দল প্রার্থীর বাড়ি । অপরদিকে কংগ্রেস প্রার্থীর বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার ৷

Independent candidate house vandalised
নির্দল প্রার্থীর বাড়ি ভাঙচুর

কোচবিহারে নির্দল প্রার্থীর বাড়ি লক্ষ করে গুলি ও ভাঙচুর

কোচবিহার, 24 জুন: নির্দল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি ও ভাঙচুরের অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে পুঁটিমারি গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাকুড়া এলাকার 7/242 নম্বর বুথে । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দিনহাটা থানার পুলিশ । অভিযোগ, শুক্রবার রাত সাড়ে 12টা নাগাদ বেশ কিছু দুষ্কৃতী এসে নির্দল প্রার্থী ও কর্মীর পাঁচ থেকে ছয়টি বাড়িতে ভাঙচুর করে এবং কয়েক রাউন্ড গুলি করা হয় । শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ওই পরিবারের এক মহিলা সদস্য নির্দল থেকে দাঁড়িয়েছেন । সেই কারণে তাঁদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ । আরও অভিযোগ, শূন্যেও কয়েক রাউন্ড গুলি চালানো হয় ৷ যার জেরে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারগুলি থেকে এলাকার মানুষজন ।

নির্দল প্রার্থীর ছেলে জহরুল হক বলেন, "রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের বাড়িতে হামলা চালিয়েছে ।" অপরদিকে শনিবার সকালে দিনহাটায় বাম কংগ্রেস জোট প্রার্থী আসাদুল মিয়াঁর বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার হয় । একটি তাজা বোমা পড়ে থাকতে দেখে তারা । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ৷ খবর দেওয়া হয়েছে দিনহাটা থানায় । বাম প্রার্থীর আসাদুল মিয়ার অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা এই বোমা রেখে এলাকায় আতঙ্কের পরিবেশ করতে চাইছে । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বোমা উদ্ধার করেছে ।

আরও পড়ুন: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রার্থীর স্বামী, অভিযোগ তির বিজেপির দিকে

সিপিএমের জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস বলেন, "এলাকায় আতঙ্ক তৈরি করতে বিরোধীরা এই ঘটনা ঘটাচ্ছে ।" যদিও রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেন, "অভিযোগ ভিত্তিহীন । বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে তৃণমূলের নামে দোষারোপ করছে ।" প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে দিনহাটা । কিছুদিন আগে গিতালদহে তৃণমূলের পঞ্চায়েত প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে । তারপর এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.